টালিউড
জন্মদিনে জয়ার ভাবনা, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়?’

জয়া আহসান (ছবি: ফেসবুক)
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ (১ জুলাই)। সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘ওসিডি’ সিনেমার ১৬ সেকেন্ডের ফার্স্টলুক টিজার। এতে মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাকে।
‘ওসিডি’র পূর্ণাঙ্গ রূপ অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার। এটি একধরনের মনোরোগ। পশ্চিমবঙ্গের সিনেমাটির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে জয়া লিখেছেন, “চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ‘ওসিডি’। এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!”
একঝলকে দেখা গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে হ্যান্ডগ্লাভস পরে কিছু একটা পরিষ্কার করছেন জয়া। এতে তার চরিত্রের নাম শ্বেতা। সিনেমায় কেন্দ্রীয় চরিত্র এটাই। এছাড়া অভিনয় করেছেন কৌশিক সেন, কণীনিকা ব্যানার্জি, শ্রেয়া ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, বাংলাদেশের অভিনেতা ফজলুর রহমান বাবুসহ অনেকে।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
জয়াকে ভেবেই ‘ওসিডি’র গল্প লিখেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। করোনাকালে লকডাউনে সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার গল্পটি মাথায় আসে তার। দুই বছর আগেই সিনেমাটির শুটিং শেষ হয়। তবে এখনও মুক্তির দিনক্ষণ জানানো হয়নি। ২০২২ সালে ২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ‘ওসিডি’।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
সৌকর্য ঘোষালের পরিচালনায় এর আগে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর পশ্চিমবঙ্গের সিনেমাহলে মুক্তির পর এটি দর্শকপ্রিয়তা পেয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস