টালিউড
জয়ার ‘ডিয়ার মা’ ভারতের ৯ শহরে, সিনেমার দৃশ্য ও প্রচারণায় অভিনেত্রীর কিছু ছবি
দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসানের নতুন সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পেলো আজ (১৮ জুলাই)। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের মুম্বাই, পুনে, দিল্লি, নয়ডা, গুরগাঁও, বেঙ্গালুরু ও হায়দরাবাদে চলছে এটি। জয়া এখন এই সিনেমার প্রচারণায় ভারতে ব্যস্ত। সিনেমাটির দৃশ্য ও বিভিন্ন আয়োজনে তোলা এই অভিনেত্রীর কয়েকটি ছবি রইলো।

কলকাতায় ‘দত্তক গ্রহণ স্বাভাবিকীকরণ ও মানিয়ে নেওয়া’ শীর্ষক বিশেষ প্যানেল আলোচনার ফাঁকে ছবিগুলো তুলেছেন জয়া আহসান।

ছাই রঙের সুতি শাড়ি ও স্লিভলেস ব্লাউজে জয়া আহসান।




‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি ফটোশুটে ঘনিষ্ঠ ভঙ্গিতে অভিনেতা চন্দন রায় স্যানালের সঙ্গে জয়া আহসান।

‘ডিয়ার মা’-এর মাধ্যমে প্রথমবার চন্দন রায় সান্যালের সঙ্গে জুটি বেঁধেছেন জয়া। তাদের দেখা যাবে এক দম্পতির ভূমিকায়। বলিউডে আমির খানের ‘রঙ দে বাসন্তী’, শহিদ কাপুরের ‘কামিনে’, ঐশ্বরিয়া রাইয়ের ‘জাজবা’, শাহরুখ খানের ‘জব হ্যারি মেট সেজাল’সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে ৪৫ বছর বয়সী এই তারকাকে।

ডিয়ার মা’ সিনেমার দৃশ্যে চন্দন রায় স্যানাল, অহনা ও জয়া আহসান। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এর আগে ‘অপরাজিতা তুমি’ (২০১২) সিনেমায় অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। সেই সিনেমার নায়িকা তামিল-মালায়লাম তারকা পদ্মপ্রিয়া আছেন ‘ডিয়ার মা’ সিনেমায়। গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন অনুভা ফতেপুরিয়া। বলিউডের ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’য় শহিদ কাপুরের মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে। এটাই বাংলা সিনেমায় তার প্রথম কাজ (ছবি: অপাস কমিউনিকেশন্স)

‘ডিয়ার মা’ সিনেমায় সমুদ্র সৈকতের আরেকটি দৃশ্যে জয়া আহসান (ছবি: অপাস কমিউনিকেশন্স)

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ জয়ার দ্বিতীয় সিনেমা। তাকে ভালোবেসে ‘টোনিদা’ নামে ডাকেন সহকর্মীরা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। এটাই তার প্রথম হিন্দি সিনেমা। ‘কড়ক সিং’ মুক্তি পায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।

‘ডিয়ার মা’-এর মাধ্যমে ১০ বছর পর আবার বাংলা সিনেমা পরিচালনা করলেন ৫৯ বছর বয়সী অনিরুদ্ধ রায় চৌধুরী। সর্বশেষ ২০১৪ সালে বাংল ভাষায় ‘বুনোহাঁস’ (দেব, শ্রাবন্তী) বানিয়েছিলেন তিনি। অমিতাভ বচ্চন অভিনীত ‘পিঙ্ক’-এর এই পরিচালকের নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল।

রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? এটাই মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘ডিয়ার মা’ সিনেমার মূল থিম। ঝিমলি নামের একটি মেয়ের ৫ ও ১২ বছর বয়সের ঘটনা দেখা যাবে এতে।

‘ডিয়ার মা’ সিনেমার দৃশ্যে জয়া আহসান ও শাশ্বত চট্টোপাধ্যায় (ছবি: অপাস কমিউনিকেশন্স)

শিক্ষকের ভূমিকায় আছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়াও অভিনয় করেছেন শায়ন মুন্সি, বিশ্বজিৎ চক্রবর্তী, সুশ্নাত ভট্টাচার্য, অহনা, নান্দিকা দাসসহ অনেকে।

‘ডিয়ার মা’ সিনেমার গল্প লিখেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী ও শাক্যজিৎ ভট্টাচার্য। চিত্রগ্রহণ করেছেন অভীক মুখোপাধ্যায়। প্রযোজনায় ফ্লায়িং কালারস পিকচার্স, এবিপি ক্রিয়েশন্স, অপাস কমিউনিকেশন্স, এইস অব স্পেডস এন্টারটেইনমেন্ট।

‘ডিয়ার মা’ সিনেমায় জয়া আহসান (ছবি: অপাস কমিউনিকেশন্স)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
