স্টার জোন
জয়ার প্রোফাইল কালো, পরী লিখলেন ‘প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা?’

জয়া আহসান ও পরীমণি (ছবি: ফেসবুক)
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনায় বিনোদন অঙ্গনের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় পরোক্ষভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন। অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক প্রোফাইল কালো করেছেন। চিত্রনায়িকা পরীমণি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা? কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক।’
জয়ার কালো ব্যানারের পোস্টে মিশ্র মন্তব্য দেখা গেছে। কেউ কেউ তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন। কেউবা কটূক্তি করেছেন। একই চিত্র পরীর পোস্টে। তবে নেতিবাচক মন্তব্যই বেশি।

পরীমণি (ছবি: ফেসবুক)
পরীমণি আজ ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘নিমক হারাম।’ তবে শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় তিনি এটি বলেছেন কিনা নিশ্চিত নয়।
এদিকে জয়া এখন নেদারল্যান্ডসে ৫৪তম রটারডাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন। উৎসবটির বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছে তার অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। এবারের আসরের পর্দা উঠেছে গত ৩০ জানুয়ারি। উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

৫৪তম রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসান (ছবি: ফেসবুক)
রটারড্যামে যাওয়ার আগে গত ২৭ জানুয়ারি ‘বাগান বিলাস’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দর্শকদের সামনে এসেছেন জয়া আহসান। এতে তার সঙ্গে আছেন প্রীতম হাসান। তার ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। তার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। এর কথা লিখেছেন ইনামুল তাহসিন।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
জয়া এখন আশফান নিপুনের পরিচালনায় হইচইয়ের ‘জিম্মি’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। ওটিটিতে তার অভিষেক হয় ২০২৩ সালে জিফাইভের ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মের মাধ্যমে।

জয়া আহসান (ছবি: ফেসবুক)
অন্যদিকে পরীমণি কয়েকদিন আগে ‘গোলাপ’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে ডানা চরিত্রে থাকছেন তিনি। নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।

পরীমণি (ছবি: ফেসবুক)
ঢালিউডে পরীমণির আরেক সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটিতে কাজল চৌধুরী চরিত্রে দেখা যাবে পরীকে। আর আলোকচিত্রী রায়হান চরিত্রে থাকছেন সাইমন সাদিক। জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ পরিচালনা করেছেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটি।

পরীমণি (ছবি: ফেসবুক)
ওটিটিতে সর্বশেষ হইচইয়ের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে দেখা গেছে পরীকে। গত ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে ওপার বাংলার বড় পর্দায় অভিষেক হয়েছে আলোচিত এই তারকার। দেবরাজ সিনহার পরিচালনায় ‘ফেলুবক্সী’তে আরো অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																			 
									 
																	 
									 
																	 
									 
																			 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											