Connect with us

স্টার জোন

জামিন পেলেন নুসরাত ফারিয়া, এরপর ফেসবুকে যা লিখলেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

জেলে থাকার পর চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে আদালত। আজ (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেছে।

আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করে জানান- হত্যাচেষ্টার যে সময়ের ঘটনা উল্লেখ করা হয়েছে মামলায়, তখন নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না। নিজের বক্তব্যের সপক্ষে নায়িকার পাসপোর্ট ও ভিসার কাগজপত্রসহ সমস্ত নথি আদালতে জমা দিয়েছেন আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এজলাসে ছিলেন বিচারক সারাহ ফারজানা হক।

জামিনে মুক্ত হওয়ার পর আজ সোশ্যাল মিডিয়ায় নুসরাত ফারিয়া লিখেছেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি দুই দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদের, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিলো। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক নামের একজনের হত্যাচেষ্টার মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ। প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয় এই তারকাকে।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

গতকাল (১৯ মে) নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য ২২ মে দিনটি নির্ধারণ করে আদালত। কিন্তু আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষ শুনানির মাধ্যমে তার জামিন মঞ্জুর করেছে।

সকালে জেল থেকে আদালতে তোলা হয় নুসরাত ফারিয়াকে। তার মাথায় ছিল পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট। নারী পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় নুসরতকে।

২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন এনামুল হক। সেদিন আসামিদের ছোঁড়া গুলি পায়ে লাগলে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে চলতি বছরের ৩ মে তিন মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ জন শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলায় নুসরাত ফারিয়া এজাহারনামীয় ২০৭ নম্বর আসামি। তাকে আওয়ামী লীগের অর্থের ‘যোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে মামলায়।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। এ কারণে গণঅভ্যুত্থানের পর সমালোচনার শিকার হন তিনি।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এরপর জাজ মাল্টিমিডিয়ার একক ও যৌথ প্রযোজনায় ‘হিরো ৪২০’ (২০১৬), ‘বাদশা- দ্য ডন’ (২০১৬), ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭), ‘ধ্যাত তেরি কি’ (২০১৭), ‘বস ২’ (২০১৭) ও ‘ইন্সপেক্টর নটি কে’ (২০১৮) সিনেমায় অভিনয় করেন তিনি। পশ্চিমবঙ্গে তার অভিনীত সিনেমার তালিকায় আরো আছে ‘বিবাহ অভিযান’ (২০১৯), ‘আবার বিবাহ অভিযান’ (২০২৩), ‘ভয়’ (২০২৩)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ