ওটিটি
‘জিমি দাবার ঘোড়ার মতো কখন আড়াই মেরে বেরিয়ে যাবে জানতেও পারবেন না!’

‘জ্যাজ সিটি’র দৃশ্যে আরিফিন শুভ (ছবি: সনি লিভ)
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে নতুন ইংরেজি বছরে আসছে বাংলাদেশের তারকা আরিফিন শুভ অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। এতে জিমি রয় চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটির ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে সুদর্শন তরুণ হিসেবে তার কয়েক ঝলক উপস্থিতি ভক্তদের চমকে দিয়েছে। তিনিই গল্পের কেন্দ্রবিন্দু। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে পুরো সিরিজ। এর মাধ্যমে বলিউডে অভিষেকেই আশার আলো দেখালেন আরিফিন শুভ।
ট্রেলারে একজন জিমি রয় চরিত্রের বর্ণনা দিয়েছেন এভাবে, ‘জিমি দাবার ঘোড়ার মতো চলে। কখন আড়াই মেরে বেরিয়ে যাবে জানতেও পারবেন না!’ রেট্রো ধাঁচের চুলের সঙ্গে শুভ’র লুকে তেমন বুদ্ধিদীপ্ত চলন-বলন ও অভিব্যক্তি ফুটে উঠেছে। তাকে স্যুট পরে নাচতে দেখা গেছে একটি দৃশ্যে।

‘জ্যাজ সিটি’র দৃশ্যে আরিফিন শুভ (ছবি: সনি লিভ)
গত ১৭ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় আরিফিন শুভ লিখেছেন, “জিমি রয় আসছে! সংগীত, নীরবতা আর সংলাপে গড়া ‘জ্যাজ সিটি’তে।”
এর আগের দিন ট্রেলার শেয়ার দিয়ে শুভ দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন, “অন্ধকার রাতে জ্যাজ সংগীতে ডুবে যেতে প্রস্তুতি নিন! ‘জ্যাজ সিটি’ শুরু হতে যাচ্ছে!”

‘জ্যাজ সিটি’র দৃশ্যে আরিফিন শুভ (ছবি: সনি লিভ)
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কলকাতা শহরের বুকে গড়ে ওঠা একটি জ্যাজ ক্লাবের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। ট্রেলারে নেপথ্য কণ্ঠে বলতে শোনা যায়, ‘যেখানে জ্যাজের সুরের মাঝে বেজে ওঠে চির বিপ্লবের ডাক, যা বদলে দিয়েছিলো ইতিহাস, ভূগোল এবং একটি জাতির ভবিষ্যৎ।’
সংগীতের পটভূমিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়েছে সিরিজে। সত্তর দশকের আবহে গল্পে সেই সময়ের সামাজিক–রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট উঠে আসবে বলে আভাস রয়েছে ট্রেলারে।
২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি সনি লিভে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে সিরিজটি। ট্রেলার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। শুভসহ অভিনয়শিল্পীরা তিন ভাষাতেই সংলাপ বলেছেন।

‘জ্যাজ সিটি’র দৃশ্যে সৌরসেনী মৈত্র (ছবি: সনি লিভ)
‘জ্যাজ সিটি’তে শুভ’র নায়িকা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। ট্রেলারে তারও কয়েক ঝলক উপস্থিতি রয়েছে। এছাড়া থাকছেন বলিউড ও টালিউডের পরিচিত কিছু মুখ।
‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। তিনি নেটফ্লিক্সের প্রশংসিত ওয়েব সিরিজ ‘জুবিলি’র অন্যতম গল্পকার ও চিত্রনাট্যকার। তার পরিচালিত প্রথম সিনেমা ‘গুলাব গ্যাং’-এ মাধুরী দীক্ষিত ও এরপর ‘হোয়াইট চিট ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেন ইমরান হাশমি।

‘নূর’ সিনেমায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী (ছবি: বায়োস্কোপ প্লাস)
‘নূর’ নিয়ে অপেক্ষার অবসান
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দর্শকের সামনে এসেছে আরিফিন শুভ অভিনীত ‘নূর’। গত ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। এতে ৮ মিনিটের একটি দৃশ্যের জন্য চরিত্রের প্রয়োজনে মাথার সব চুল ছেঁটে ফেলেন শুভ।
সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর বিভিন্ন জটিলতায় তিন বছর ধরে আটকে ছিলো ‘নূর’। প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগে ‘মিশন এক্সট্রিম’ (২০২১) ও ‘ব্ল্যাক ওয়ার’ (২০২৩) সিনেমায় তাদের রসায়ন দেখা গেছে।
‘নূর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভ। ছেলেটি বোকাসোকা, সরল। শান্ত, স্নিগ্ধ শিউলির প্রেমে অন্ধ সে। ঐশীর চরিত্রের নাম শিউলি। নূর-শিউলির প্রেম নিয়েই সিনেমার গল্প। নদীর পাশে কাশবনে শুভ ও ঐশীর একটি চুমুর দৃশ্য ব্যাপক আলোচিত হয়েছে। এর শুটিংয়ে কোনো রিটেক লাগেনি। ২০ দিন ধরে ‘নূর’-এর শুটিং হয়েছে পাবনা শহর, ঈশ্বরদী ও ঢাকার নবাবগঞ্জে।

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)
বড় পর্দায় ১৫ বছর
২০১০ সালের ১৫ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত খিজির হায়াত খানের ‘জাগো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করেন আরিফিন শুভ। তার ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হয়েছে। পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। সিনেমাহলে সর্বশেষ গত ঈদুল আজহায় ‘নীলচক্র’তে তাকে দেখা গেছে। তার অভিনীত ‘ঠিকানা বাংলাদেশ’ ও ‘মালিক’ মুক্তির অপেক্ষায় আছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
