Connect with us

ওটিটি

জীবনের ‘ডিমলাইট’, স্ট্যান্ড-আপ কমেডিয়ান মোশাররফ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে মোশাররফ করিম (ছবি: চরকি)

প্রথমবারের মতো কমেডিয়ান চরিত্রে দর্শকদের সামনে আসছেন অভিনেতা মোশাররফ করিম। ‘ডিমলাইট’ নামের একটি নতুন ওয়েব ফিল্মে মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করা একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি গত ২০ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় জানায়– মোশাররফ করিম চরকিতে ফিরছেন আরো একটি নতুন রূপে! কিন্তু কী নিয়ে? দর্শকদের আগ্রহ মেটাতে ২৩ নভেম্বর আরেকটি পোস্টে জানানো হয়– ‘লাইফটাই একটা জোক, আর সবচেয়ে বড় জোক মিডলাইফ ক্রাইসিস। ‘ডিমলাইট’ নিয়ে ফিরছেন মোশাররফ করিম।

কমেডিকে আশ্রয় করে একজন পুরুষের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা করেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, “প্রচুর আলো ও ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। যেকোনো কিছু দেখার জন্য পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আছে, যেগুলো কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। ওয়েব ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন আশা করছি।”

‘ডিমলাইট’ ওয়েব ফিল্মের পোস্টারে (বাঁ থেকে) তানজিকা আমিন, শরাফ আহমেদ জীবন ও পারসা ইভানা, (মাঝে) মোশাররফ করিম (ছবি: চরকি)

গত ২৫ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওয়েব ফিল্মটির অফিসিয়াল পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে– ‘মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস!’ নির্মাতা শরাফ আহমেদ জীবন জানান, মিডলাইফ ক্রাইসিসকে প্রতীকীরূপে ডিমলাইট ক্রাইসিস হিসেবে বলার চেষ্টা করা হয়েছে। আর এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান রূপী মোশাররফ করিম। পোস্টারে তার পাশাপাশি গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করা শরাফ আহমেদ জীবন, তানজিকা আমিন ও পারসা ইভানার ছবি রয়েছে। এবারই প্রথম চরকিতে দেখা যাবে পারসা ইভানার অভিনয়।

‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে শরাফ আহমেদ জীবন (ছবি: চরকি)

মোশাররফ করিম ‘ডিমলাইট’ গল্পটিকে দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, ‘জীবনে অনেক কিছুর আবরণ পড়ে। নিত্যনৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সেসব আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় ও বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।’

‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে তানজিকা আমিন (ছবি: চরকি)

গল্প শুনে কেমন লেগেছিলো তানজিকা আমিনের? তার উত্তর, ‘আমার মনে হয়েছিলো এটি বর্তমান সময়ের ও এখনই বলা উচিত। এমন ঘটনা আমার যেমন দেখা ও জানা, দর্শকদেরও চেনা জীবনেরই গল্প। তাই কাজটি করতে আগ্রহী হয়েছি।’

পারসা ইভানা বলেন, ‘আমার মনে হয়েছে খুব তাজা একটি গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস আছে। এগুলো সবই সম্পর্কি। আমরা যে জীবনটা যাপন করি সেটির মতোই এই গল্প সাধারণ ও সহজ।’

‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে পারসা ইভানা (ছবি: চরকি)

‘ডিমলাইট’-এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। এটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ষষ্ঠ ফিল্ম। এর সহ-প্রযোজক ছবিয়ালের স্বত্বাধিকারী নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা সময় নিয়েছি। কথায় আছে, অপেক্ষার ফল মিষ্টি হয়। মিনিস্ট্রি অফ লাভ-এর আগের পাঁচটি ফিল্ম দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমার বিশ্বাস ‘ডিমলাইট’ও দর্শকদের ভালো লাগবে। আগামীতে ভিন্ন রকমের কাজ যেন দর্শকদের দিতে পারি, সেগুলো নিয়ে কাজ চলছে।”

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের আগের ফিল্মগুলো হলো– মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’, শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’, রবিউল আলম রবির ‘ফরগেট মি নট’ ও ‘৩৬–২৪–৩৬’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ