Connect with us

Uncategorized

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৩৬ দিন ‘৩৬ জুলাই’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘৩৬ জুলাই’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: বিটিভি)

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টানা ৩৬ দিন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরমধ্যে রয়েছে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’। আজ (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত বিটিভির পর্দায় প্রচার হবে এটি।

২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘৩৬ জুলাই’। প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে। প্রযোজনায় খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন।

জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে গণঅভ্যুত্থানের ওপর আরো কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে রয়েছে আলোচনা, প্রামাণ্যচিত্র, একক সংগীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সং।

সিনেমাওয়ালা প্রচ্ছদ