Connect with us

শুভেচ্ছা

জেফার ও রাফসান সাবাবের বিয়ে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিয়েতে জেফার রহমান ও রাফসান সাবাব (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

সংগীতশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের সানাই বাজলো। আজ (১৪ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যায় তিনবার করে কবুল বলতে সব প্রস্তুতি সেরে ফেলেছেন তারা। ঢাকার অদূরে আমিন বাজারের একটি রিসোর্টে দুই পরিবারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিনোদন অঙ্গনের হাতেগোনা কয়েকজন আছেন। 

বিয়ের বন্ধনে জড়ানো উপলক্ষে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটি জানিয়েছেন রাফসান সাবাব। জেফারকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই বিশেষ দিনে আমাদের নতুন পথচলার শুরুতে আপনাদের আশীর্বাদ কামনা করছি। আজ আমাদের জীবনকে একসূত্রে বাঁধছি ও এক সুন্দর নতুন অধ্যায়ে একসঙ্গে পা রাখছি।’

বিয়েতে জেফার রহমান ও রাফসান সাবাব (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

আজ সকালে জেফার ও রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। শুভ পরিণয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করায় নবদম্পতিকে বিনোদন অঙ্গনের সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন আর শুভকামনা জানিয়েছেন।

বিয়েতে জেফার রহমান ও রাফসান সাবাব (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

নববধূর পোশাক ডিজাইন করেছেন সাফিয়া সাথী। জেফার ও রাফসানের বিয়ের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছে রেমিনিসেন্স ফটোগ্রাফি। ভেন্যু সাজিয়েছে ওয়েডিং বেরিস।

জেফার ও রাফসানের বিয়ের ছবির পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে ১ লাখ ৫৮ হাজার। এটি ৮ হাজার ৫০০ বার শেয়ার হয়েছে। এছাড়া এসেছে ২৪ হাজারের বেশি মন্তব্য।

বিয়েতে জেফার রহমান ও রাফসান সাবাব (ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি)

ভালোবেসে ঘর বাঁধলেন জেফার ও রাফসান। দুই বছর ধরে বিনোদন অঙ্গনে তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিলো। গত বছরের মাঝামাঝি থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে কানাঘুষা বাড়তে থাকে। তবে বরাবরই নিজেদের বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে এসেছেন তারা। তবুও সময়ের সঙ্গে তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবন শুরু করলেন দু’জনে। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে গড়ায়।

রাফসান সাবাব এর আগে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন। ২০২৩ সালের শেষের দিকে তাদের তিন বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ