ঢালিউড
টিএম ফিল্মসের দুই সিনেমা নির্মাণে অংশু ও রাফী

(বাঁ থেকে) তানিম রহমান অংশু, ফারজানা মুন্নি ও রায়হান রাফী (ছবি: ফেসবুক)
নতুন দুটি সিনেমা প্রযোজনার ঘোষণা দিলো টিএম ফিল্মস। পৃথকভাবে এগুলো পরিচালনা করবেন রায়হান রাফী ও তানিম রহমান অংশু। তবে কোনোটিরই নাম প্রকাশ হয়নি এখনো। দুই নির্মাতাই নিজ নিজ সিনেমার প্রচারণামূলক পোস্টার প্রকাশ্যে এনে বিষয়বস্তুর ইঙ্গিত দিয়েছেন।
টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নির সঙ্গে তার কার্যালয়ে আলোচনার পর দুই নির্মাতা ছবি তুলেছেন। টিএম ফিল্মসের স্বত্বাধিকারী কৌশিক হোসেন তাপস সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার দিয়েছেন।

তানিম রহমান অংশুর নতুন সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: ফেসবুক)
তানিম রহমান অংশু সর্বশেষ ২০১৯ সালে দর্শকনন্দিত সিনেমা “ন’ডরাই” পরিচালনা করেন। এর সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক হয়েছেন তিনি। চার বছর পর আবার বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন তিনি। তার এবারের সিনেমার প্রচারণামূলক পোস্টারে দুটি মানুষ একে অপরের হাতের আঙুল স্পর্শ করতে চাইছে।

রায়হান রাফীর নতুন সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: ফেসবুক)
অন্যদিকে বড়পর্দায় একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে ‘হিটমেকার’ তকমা পেয়েছেন রায়হান রাফী। টিএম ফিল্মসের প্রযোজনায় তার নির্মাণাধীন সিনেমাটির প্রেক্ষাপট আকাশপথ।
প্রযোজক ফারজানা মুন্নি বলেন, ‘অংশু ও রাফি পরীক্ষিত নির্মাতা। বড়পর্দায় মুন্সিয়ানা দেখিয়ে তারা নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। টিএম ফিল্মসে তাদের স্বাগত জানাই। আশা করি, দারুণ কিছু হতে যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে দুটি সিনেমার নাম এবং অভিনয়শিল্পীদের কথা জানাবো আমরা।’
আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের ‘মিউজিক ফর পিস’ কনসার্টে তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরু করে। সেই মঞ্চে ছিলেন বলিউড নায়িকা নারগিস ফাখরি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
