হলিউড
ঠিক চারবার অস্কার সঞ্চালনার স্বপ্ন দেখতেন তিনি, সত্যি হচ্ছে এবার

জিমি কিমেল (ছবি: এক্স)
৯৬তম অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এ নিয়ে চতুর্থবার এমন অভিজ্ঞতা হবে তার। গতকাল (১৬ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
গত মার্চে হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন জিমি কিমেল। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে ৮৯তম ও ৯০তম অস্কার অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।
I am enthused to announce that I am returning to host the #Oscars on Sunday March 10th. Please keep it between us, thanks. @TheAcademy pic.twitter.com/LtF7hFMV9L
— Jimmy Kimmel (@jimmykimmel) November 15, 2023
৫৪ বছর বয়সী এই কমেডিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০২৪ সালের ১০ মার্চ অস্কার অনুষ্ঠান সঞ্চালনায় ফিরছি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এটা আমাদের মধ্যে রাখুন, ধন্যবাদ।’
‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানের এই সঞ্চালক ও নির্বাহী প্রযোজক এক বিবৃতিতে বলেন, ‘আমি সবসময় ঠিক চারবার অস্কার সঞ্চালনা করার স্বপ্ন দেখতাম।’

জিমি কিমেল (ছবি: এক্স)
অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার ও অ্যাকাডেমি সভাপতি জ্যানেট ইয়াং বলেন, ‘জিমি সঞ্চালনায় ফিরছেন বলে আমরা রোমাঞ্চিত। সিনেমার প্রতি আমাদের ভালোবাসা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের জন্য দারুণ বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দেওয়ার প্রতিশ্রুতিতে ভাগীদার হয়েছেন তিনি। আমাদের যাত্রার সঙ্গী হওয়া এবং মনকাড়া সৃজনশীলতার জন্য জিমির কাছে আমরা কৃতজ্ঞ।’

জিমি কিমেল (ছবি: এক্স)
অস্কারকে ভাবা হয় হলিউডের পুরস্কার মৌসুমের চূড়ান্ত আয়োজন। ২০২৪ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে এর জমকালো আসর বসবে। ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
