নাটক
ডিরেক্টর’স গিল্ডের সভাপতি নির্বাচিত হলেন শহীদুজ্জামান সেলিম

শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান (ছবি: ফেসবুক)
ডিরেক্টর’স গিল্ড বাংলাদেশের সভাপতি নির্বাচিত হলেন শহীদুজ্জামান সেলিম। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নির্মিত নাটকের পরিচালকদের সংগঠনটির ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করেছেন সহকর্মীরা।
নির্বাচনে ২৭১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সালাহউদ্দিন লাভলু। ২২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহন আহমেদ ও সৈয়দ শাকিল।
অন্যান্য পদে জয়ীরা হলেন সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক (২৮৯ ভোট), ফিরোজ খান (২৭৪ ভোট), সকাল আহমেদ (২১৩ ভোট), যুগ্ম-সাধারণ সম্পাদক তুহিন হোসেন (২৫৬ ভোট), দীন মোহম্মদ মন্টু (২৪০ ভোট), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬ ভোট), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল (২৫৩ ভোট), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল রনি (২৫৩ ভোট), দপ্তর সম্পাদক সাঈদ রহমান (২৯৫ ভোট), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১ ভোট), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩ ভোট), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ (২৬৮ ভোট)। কার্যনির্বাহী সদস্য সাগর জাহান (২৮৪ ভোট), চয়নিকা চৌধুরী (২৬৯ ভোট), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪ ভোট), গীতালি হাসান (২৩৯ ভোট), শিহাব শাহীন (২২৮ ভোট), লিটু করিম (২২৮ ভোট) ও হাসান রেজাউল (২২৩ ভোট)।
ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫০১ জন। তাদের মধ্যে ৪৪৬ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাসুম রেজা ও আব্দুস সামাদ খোকন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
