Connect with us

ঢালিউড

তাসনিয়া ফারিণ কেন গোলাপের তোড়া আর কুড়াল হাতে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইনসাফ’ সিনেমার পোস্টারে তাসনিয়া ফারিণ (ছবি: তিতাস কথাচিত্র)

গুঞ্জনই সত্যি হলো! সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে অ্যাকশন লুকে দেখা যাবে তাকে। নাচ-গান-অ্যাকশনে সাজানো সিনেমায় এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন তিনি। 

‘ইনসাফ’ সিনেমায় তাসনিয়া ফারিণের লুক প্রকাশ্যে এসেছে। এতে দেখা যাচ্ছে, একহাতে গোলাপের তোড়া ও অন্য হাতে কুড়াল নিয়ে দাঁড়িয়ে অবিচল দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন তিনি। এদিক-ওদিক পড়ে থাকা মানুষের হাত-পা দেখা যাচ্ছে।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)

গতকাল (১১ মে) পোস্টারটি শেয়ার দিয়েছেন তাসনিয়া ফারিণ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’ পোস্টারে উল্লেখ আছে, আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। গ্যাংস্টারের মৌলিক গল্প নিয়ে তৈরি হয়েছে এটি।

‘ইনসাফ’ সিনেমার পোস্টারে শরিফুল রাজ (ছবি: তিতাস কথাচিত্র)

তিতাস কথাচিত্র প্রযোজিত ‘ইনসাফ’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। এতে অন্যরকম একজন ডাক্তারের ভূমিকায় বড় পর্দায় আসছেন অভিনেতা মোশাররফ করিম। দুই তারকার ছবি নিয়ে পৃথক দুটি পোস্টার প্রকাশিত হয়েছে।

‘ইনসাফ’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম (ছবি: তিতাস কথাচিত্র)

‘ইনসাফ’-এর আগে দুই বাংলায় পৃথক দুটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। এরমধ্যে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। আর গত বছর বাংলাদেশে মুক্তি পেয়েছে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে ফারিণকে।

সঞ্জয় সমদ্দার (ছবি: নূর)

সঞ্জয় সমদ্দার এর আগে ওপার বাংলার সুপারস্টার জিতের অভিনয় ও প্রযোজনায় ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি এটি বাংলাদেশের সিনেমাহলে মুক্তি পেয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ