গান বাজনা
তাসনিয়া ফারিণের গানে মন গলছে!

‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে তাসনিয়া ফারিণ (ছবি: ফড়িং ফিল্মস)
গান গেয়ে আবার বাজিমাত করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘মন গলবে না’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিওতে তিনি কণ্ঠ দিয়েছেন, সেই সঙ্গে নেচেছেন ও প্রযোজনা করেছেন। এছাড়া পোশাক ডিজাইনার হিসেবে ভূমিকা রেখেছেন এই তারকা। সব মিলিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরলেন তিনি। নতুন মিউজিক ভিডিও দেখে শ্রোতারা তার গায়কী ও পারফরম্যান্সের প্রশংসা করছেন।
‘মন গলবে না’ গানে তাসনিয়া ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। তিনিই এর সুর ও সংগীত পরিচালনা করেছেন। গতকাল (৪ ডিসেম্বর) দুই তারকার পৃথক ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে মিউজিক ভিডিওটি। গানটির কথা লিখেছেন কবির বকুল।

‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে তাসনিয়া ফারিণ ও ইমরান মাহমুদুল (ছবি: ফড়িং ফিল্মস)
তাসনিয়া ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে নির্মিত ‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে মোট ছয়টি পোশাকে হাজির হয়েছেন তিনি। জর্জেট, ক্রেপ ও ক্রুশ কাঁটার কাজ করা কাপড় দিয়ে এগুলো তৈরি হয়েছে। এরমধ্যে সোনালি রঙের টপটি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পরা ধাতব নকশার একটি পোশাকে অনুপ্রাণিত।
প্রতিটি সাজে ও পোশাকে তাসনিয়া ফারিণের রুচি ও ভাবনা স্পষ্ট বোঝা যায়। পুরো ভিডিওতে ফুটে উঠেছে এই তারকার তার নিজস্ব সৌন্দর্য। তাসনিয়া ফারিণের পোশাক পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন ডিজাইনার জাবিন ইকবাল। ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। নির্দেশনায় আগা নাহিয়ান আহমেদ।

‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে নৃত্যশিল্পীদের মাঝে তাসনিয়া ফারিণ (ছবি: ফড়িং ফিল্মস)
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মসের আনুষ্ঠানিক ঘোষণা দেন তাসনিয়া ফারিণ। মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে এর যাত্রা শুরু হলো।
২০২৪ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসান খানের সঙ্গে তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ সাড়া ফেলেছে। এটিও লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত ইমরানের।

তাসনিয়া ফারিণ ও কবির বকুল (ছবি: ফড়িং ফিল্মস)
এদিকে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় প্রথমবারের মতো ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ। সম্প্রতি এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার সই করার সময় হাসিমুখে তোলা দুটি ছবি প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। নব্বই দশকের গল্প নিয়ে নির্মাণাধীন সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে।

প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে চুক্তির সময় তাসনিয়া ফারিণ (ছবি: ফড়িং ফিল্মস)
গ্যাংস্টার ‘প্রিন্স’ হিসেবে দর্শকের কাছে ধরা দিতে শুটিংয়ে যাওয়ার আগে টানা রিহার্সাল করছেন শাকিব। তার পাশাপাশি তাসনিয়া ফারিণও আছেন মহড়ায়। চলতি মাসেই তাদের নিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় তাসনিয়া ফারিণের অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে। গত মাসের শেষ সপ্তাহে কলকাতায় অনিরুদ্ধর বাসায় গিয়ে আলোচনা করে এসেছেন তিনি। তখন চঞ্চল চৌধুরীও ছিলেন। তারও এই সিনেমায় কাজ করার কথা শোনা যাচ্ছে।

‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে তাসনিয়া ফারিণ (ছবি: ফড়িং ফিল্মস)
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এতে প্রতীক্ষা চরিত্রে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি। মাঝে ভিসা না পাওয়ায় দেবের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করা হয়নি তার।

‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে তাসনিয়া ফারিণ (ছবি: ফড়িং ফিল্মস)
গত বছর মুক্তি পাওয়া ধ্রুব হাসানের ‘ফাতিমা’র মাধ্যমে বাংলাদেশে রুপালি পর্দায় পা রাখেন তাসনিয়া ফারিণ। এটি ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কার এনে দিয়েছে তাকে। এতে তার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান। গত জুনে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে দেখা গেছে তাকে। এতে তার নায়ক ছিলেন শরিফুল রাজ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
