হলিউড
তিনটি ইচ্ছে পূরণ করতে ঢাকায় আসছে জিন!

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমার পোস্টার
আরব্য রজনীর আলাদিনের গল্পে চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে। এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। এমন দৈত্যের মতোই এক জিন দেখা যাবে ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমায়। একজন নারী লেখকের সামনে হঠাৎ হাজির হয় সে। নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছে পূরণ করার প্রতিশ্রতি দেয় জিন। তুরস্কের ইস্তাম্বুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়।
অদ্ভুত ক্ষমতাবান এই জিনের ক্ষমতা দেখতে উদগ্রীব দর্শকরা। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশের দর্শকরা এটি দেখবে।
‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান নির্মাতা জর্জ মিলার। এর মাধ্যমে সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন তিনি। ৭৭ বছর বয়সী এই নির্মাতার আগের সিনেমা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ৬৮তম কান উৎসবের প্রতিযোগিতা শাখার বাইরে দেখানো হয়। কানে এর পরের আসরে তিনি প্রতিযোগিতা শাখার বিচারকদের প্রধান ছিলেন।

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমায় টিল্ডা সুইনটন ও ইড্রিস অ্যালবা (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
‘ম্যাড ম্যাক্স’ নির্মাণের জন্য বিখ্যাত জর্জ মিলার। তিনি এখন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ সিনেমার প্রিক্যুয়েল ‘ফিউরিওসা’ বানাচ্ছেন। তবে ‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির পুরো উল্টো ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। এটি সংলাপ প্রধান ফ্যান্টাসি-রোম্যান্স ধাঁচের ছবি। এর বাজেট ৬ কোটি ডলার।

‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ সিনেমার পোস্টার
কান উৎসবের ৭৫তম আসরে প্রদর্শনীর পর আলোচনায় আসে ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। কল্পকাহিনী নির্ভর এই সিনেমায় জিনের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা ইড্রিস অ্যালবা। তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিল্ডা সুইনটন। গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায়।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
