নাটক
তিন ঘণ্টার আগেই মিলিয়ন ভিউ, আলোচনায় ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের শুটিংয়ে খায়রুল বাসার, কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদ (ছবি: সিনেমাওয়ালা)
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সবশ্রেণির দর্শকের মন জয় করে চলেছে। পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজ প্রথম পর্ব থেকেই আলোচনায় উঠে এসেছে। বিপুলসংখ্যক দর্শক দেখার ফলে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এর প্রতিটি পর্ব।
সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব। গতকাল (১০ ডিসেম্বর) সিরিজের ১১তম পর্ব মাত্র তিন ঘণ্টায় ১ মিলিয়ন ভিউ পেয়েছে। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৩৫ লাখ বার।
আজ (১১ ডিসেম্বর) মুক্তিপ্রাপ্ত সিরিজের ১২তম পর্বের ভিউ ২ ঘণ্টা ৫৫ মিনিটেই মিলিয়ন অতিক্রম করেছে। আগের ১১ পর্বের চেয়ে দ্রুততম সময়ে মিলিয়ন ভিউর রেকর্ড এটি।

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: সিনেমাওয়ালা)
গত ৫ নভেম্বর থেকে দর্শকদের জন্য অবমুক্ত হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। এর প্রথম পর্ব ৬৮ লাখ, দ্বিতীয় পর্ব ৪৬ লাখ, তৃতীয় পর্ব ৪৪ লাখ, চতুর্থ পর্ব ৪৬ লাখ, পঞ্চম পর্ব ৪৩ লাখ, ষষ্ঠ পর্ব ৪৮ লাখ, সপ্তম পর্ব ৪২ লাখ, অষ্টম পর্ব ৪৬ লাখ, নবম পর্ব ৪৩ লাখ ও দশম পর্ব ৫৪ লাখ ভিউ পেয়েছে। দিন যতো যাচ্ছে এগুলোর ভিউ ততোই বাড়ছে। এছাড়া দর্শকদের কাছ থেকে আসছে হাজার হাজার মন্তব্য।

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ (ছবি: সিনেমাওয়ালা)
‘এটা আমাদেরই গল্প’র বিভিন্ন চরিত্র দর্শকরা আপন করে নিয়েছেন। সিরিজে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। গল্পে তারা দুই ভাই। চমকপ্রদ ব্যাপার হলো, বড় ভাই ফাহাদের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সামির। মেয়েটির নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল।

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে ইরফান সাজ্জাদ ও মনিরা আক্তার মিঠু (ছবি: সিনেমাওয়ালা)
সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)
পারিবারিক গল্পটি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের লেখা। তিনি বলেন, ‘আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’ গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা। মোদ্দা কথা, পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরার প্রয়াসে সিরিজটি তৈরি করেছি।”

‘এটা আমাদেরই গল্প’ সিরিজের দৃশ্যে খায়রুল বাসার ও কেয়া পায়েল (ছবি: সিনেমাওয়ালা)
‘এটা আমাদেরই গল্প’তে ব্যবহৃত গানগুলোর প্রতি শ্রোতারা ভালো লাগার কথা জানিয়েছেন। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর। ‘সে মানালে’ শিরোনামের গানটি নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। ‘জানি না’ শিরোনামের গানটি সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। এটি লিখেছেন সিয়াম সরকার।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
