ওটিটি
তিন বছরে চরকির ১০টি ওয়েব সিরিজ বানাবে ফিল্ম সিন্ডিকেট

(বাঁ থেকে) চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি, নির্মাতা সালেহ সোবহান অনীম, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সৈয়দ আহমেদ শাওকী, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন, প্রযোজক রুমেল চৌধুরী ও নির্মাতা তানিম নূর (ছবি: চরকি)
ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য আগামী তিন বছরে ১০টি ওয়েব সিরিজ নির্মাণে কাজ করবে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। এগুলো পরিচালনার দায়িত্বে থাকছেন সৈয়দ আহমেদ শাওকি (তাকদীর, কারাগার), তানিম নূর (কাইজার), কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় (কন্ট্রাক্ট) ও সালেহ সোবহান অনীম (জাগো বাহে)। ঢাকা ক্লাবে গতকাল (১৩ মার্চ) বিকেলে এই ঘোষণা দেওয়া হয়।
ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন বলেন, ‘চরকির শুরু থেকেই ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে কাজ করে আসছে ফিল্ম সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম কীভাবে আমরা একসঙ্গে আরো কাজ করতে পারি। আমাদের বিশ্বাস, ফিল্ম সিন্ডিকেট যেসব কনটেন্ট বানাতে চায়, সেগুলো বিশ্বের বাঙালি দর্শকদের কাছে পৌঁছে দেবে চরকি।’

(বাঁ থেকে) সালেহ সোবহান অনীম, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন, প্রযোজক রুমেল চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকী ও তানিম নূর (ছবি: চরকি)
পরিচালক সৈয়দ আহমেদ শাওকি মনে করেন, দর্শকদের দেখার ধরন পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। তার কথায়, ‘ফিল্ম সিন্ডিকেট ও চরকি মিলে দর্শককে নতুন কিছু উপহার দেবে প্রত্যাশা করছি। সেই লক্ষ্যে আমাদের একসঙ্গে রোমাঞ্চকর পথচলা শুরু হলো।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশে ওটিটি কন্টেন্টের শুরুর দিকে ফিল্ম সিন্ডিকেট ব্যাপক অবদান রেখেছে। দর্শকমহলে তাদের গুণগত কাজের কদর আছে। পেশাদার প্রতিভাবান নির্মাতা ও প্রযোজকেরা আছেন ফিল্ম সিন্ডিকেটে। চরকির সঙ্গে ফিল্ম সিন্ডিকেটের এই সম্মিলন বাংলা কনটেন্টের জন্য দারুণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’

(বাঁ থেকে) চিত্রনাট্যকার আল আমিন হাসান নির্ঝর, তানিম নূর, সালেহ সোবহান অনীম, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, রেদওয়ান রনি, ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন, প্রযোজক রুমেল চৌধুরী, চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি ও সৈয়দ আহমেদ শাওকী (ছবি: চরকি)
অনুষ্ঠানে ছিলেন সারা যাকের, নুসরাত ইমরোজ তিশা, এফএস নাঈম ও নাদিয়া আহমেদ দম্পতি, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ দম্পতি, সুষমা সরকার, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, তানজিকা আমিন, ইরেশ যাকের, সুমন আনোয়ার, সৌম্যজ্যোতি ও দিব্যজ্যোতি, আইশা খান, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, নিশাত প্রিয়ম, সারিকা সাবাহ, পরিচালক শিহাব শাহীন, রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে। এছাড়া ছিলেন মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি ফিল্ম সিন্ডিকেটের প্রযোজক-পরিচালকদের শুভকামনা জানান।
২০২০ সালে মীর মোকাররম হোসেনের উদ্যোগে নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান অনীম, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী এবং রেহমান সোবহান সনেটকে নিয়ে গঠিত হয় ‘ফিল্ম সিন্ডিকেট’। করোনাকালে যাত্রা শুরু করে ইতোমধ্যে ‘তাকদীর’, ‘ঊনলৌকিক’, ‘কারাগার’, ‘কাইজার’-এর মতো আলোচিত ও দর্শক সমাদৃত ওয়েব সিরিজ নির্মাণ করেছে ফিল্ম সিন্ডিকেট।
২০২১ সালের ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চরকি। আড়াই বছরে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এই ওটিটি প্ল্যাটফর্ম।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
