ঢালিউড
তিন বন্ধুর গল্প নিয়ে সিনেমাহলে শরীফ সিরাজের ‘উড়াল’

‘উড়াল’ সিনেমার পোস্টার (ছবি: যাত্রাপার্টি)
বন্ধু দিবসকে সামনে রেখে বড় পর্দায় মুক্তি পেলো জোবায়দুর রহমান পরিচালিত প্রথম সিনেমা ‘উড়াল’। এতে রয়েছে তিন বন্ধুর দারুণ বন্ধুত্বের গল্প। আজ (১ আগস্ট) সিনেমাহলে এসেছে এটি। প্রযোজনায় অভিনেতা শরীফ সিরাজ। পাশাপাশি গান লিখেছেন ও সুর করেছেন।
দি অভি কথাচিত্রের পরিবেশনায় ‘উড়াল’ চলছে ৬টি সিনেমাহলে। এরমধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা, সনি স্কয়ার শাখা, চট্টগ্রামের বালি আর্কেড শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও ঢাকার উত্তরার ম্যাজিক মুভি থিয়েটার।

শরীফ সিরাজ (ছবি: ফেসবুক)
রংপুর অঞ্চলের পটভূমিতে নির্মিত ‘উড়াল’-এর গল্প তিন বন্ধুকে কেন্দ্র করে আবর্তিত। তারা একসঙ্গে বেড়ে উঠেছে একটি উপশহরীয় পাড়ায়। তাদের একজন ফেরিওয়ালা, একজন দোকানের সেলসম্যান আর অন্যজন সাইকেল মেকানিক। শৈশবের বন্ধুত্ব ও অভিন্ন সংগ্রাম তিন তরুণের। তারা কেউ স্কুল, কেউবা কলেজ থেকে পড়াশোনা ছেড়েছে। সিনেমায় তাদের বন্ধুত্ব, তারুণ্যের উচ্ছ্বাস ও প্রাপ্তবয়স্ক জীবনের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে।
পরিচালক জোবায়দুর রহমান এর আগে শর্টফিল্ম বানিয়ে হাত পাকিয়েছেন। তিনি প্রায় এক দশক নির্মাতা আদনান আল রাজীবের রানআউট ফিল্মসে কাজ করেছেন। তার প্রথম সিনেমা ‘উড়াল’ নিবেদন করেছে যাত্রাপার্টি।

‘উড়াল’ সিনেমার পোস্টার (ছবি: যাত্রাপার্টি)
‘উড়াল’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন সম্রাট প্রামাণিক। অভিনয়ে মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কেএম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল। সংগীত পরিচালনায় খৈয়াম শানু সন্ধি। গান গেয়েছেন মার্ক রাতুল সিনহা, শান্তা ইসলাম ও কাঞ্চন রায়। চিত্রগ্রহণে ইবাদ আলীম।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস