Connect with us

গান বাজনা

‘তীর’ নিয়ে হাজির জেফার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তীর’ গানের ভিডিওতে জেফার রহমান (ছবি: দেখো স্টুডিওস)

সংগীতশিল্পী জেফার রহমান নতুন গানে ভিন্ন লুকে ধরা দিলেন। ‘তীর’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি নাচে নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। ভিডিওর বিভিন্ন দৃশ্যে খয়েরি, লাল ও সাদা রঙের শাড়িতে সাহসী ও শক্ত মনোভাব ধরে থাকা নারীর অবয়ব ফুটিয়ে তুলেছেন এই তারকা। তার সঙ্গে নেচেছেন আট জন নৃত্যশিল্পী।

গতকাল (২৯ এপ্রিল) রাতে ইউটিউবে নিজের চ্যানেলে ‘তীর’-এর ভিডিও প্রকাশ করেছেন জেফার। তিনি জানিয়েছেন, ২০২১ সালের মার্চে গানটি কিছু অংশ সুর করেন। পুরোটা সুর করার পর ২০২৪ সালের জুনে ভিডিওটি তৈরি হয়েছে।

‘তীর’ গানের ভিডিওতে জেফার রহমান ও নৃত্যশিল্পীরা (ছবি: দেখো স্টুডিওস)

জেফার বলেন, ‘তীর আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ। পুরোপুরি নিরীক্ষাধর্মী একটি গান এটি। একজন শিল্পী হিসেবে আমি নিজেকে এভাবেই প্রকাশ করতে চাই, মনের খোরাক জোগাই ও নতুন নতুন ভাবনায় ডুবে থাকতে চাই! আশা করি, দর্শক-শ্রোতারা মিউজিক ভিডিওটি উপভোগ করবেন। যদি কারো ভালো না লাগে তাহলে তিনি পরবর্তী গানের জন্য অপেক্ষা করুন! ধন্যবাদ।’

‘তীর’ গানটির কথা যৌথভাবে লিখেছেন জেফার ও আদিব কবির। সংগীতায়োজনে আদিব কবির। ভিডিওর কনসেপ্ট ও সৃজনশীল পরিচালনা করেছেন জেফার। ২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পার্থ শেখ। নৃত্য পরিচালনায় টিজে ফাইজা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ