Connect with us

শুভেচ্ছা

তৃতীয়বার বাবা হলেন আরফিন রুমি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পুত্র ও স্ত্রীর পাশে আরফিন রুমি (ছবি: ফেসবুক)

তৃতীয়বারের মতো বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি। আজ (২২ অক্টোবর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন তিনি। আগের দুইবারের মতো এবারও ছেলে হয়েছে তার। তিনি নবজাতকের নাম রেখেছেন কিয়ান আরফিন আরহান। 

আরফিন রুমি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৭টা ২৬ মিনিটে তার পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে। নবজাতক ও আরফিন রুমির স্ত্রী কামরুন নেসা দুই জনই সুস্থ আছে। তাদের পরিবারে এখন আনন্দের বন্যা।

আরফিন রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা। তাদের আরেক পুত্রসন্তান আছে। এছাড়া প্রথম স্ত্রী লামিয়া ইসলামের সঙ্গে সংসারের সময় এক ছেলের বাবা হন রুমি।

পুত্র ও স্ত্রীর পাশে আরফিন রুমি (ছবি: ফেসবুক)

সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের টাইটেল গান গেয়েছেন ও সুর করেছেন আরফিন রুমি। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দোলা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ