Connect with us

নাটক

তৌসিফের ‘ফার্স্ট লাভ’ নীলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ফার্স্ট লাভ’ ওয়েব ফিল্মের পোস্টারে তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা (ছবি: ক্যাপিটাল ড্রামা)

অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ শাম্মি ইসলাম নীলা। ‘ফার্স্ট লাভ’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের রসায়ন। এর মাধ্যমে ছোট পর্দায় প্রধান চরিত্রে অভিনয়ে অভিষেক হলো এই তরুণীর। 

গতকাল (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীতে একটি ভেন্যুতে তৌসিফের ‘ফার্স্ট লাভ’ হিসেবে প্রকাশ্যে আসেন নীলা। এরপর দেখানো হয়েছে ট্রেলার।

‘ফার্স্ট লাভ’ পরিচালনা করেছেন হাসিব হাসান রাখি। গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। তার কথায়, ‘প্রথম প্রেমের অনুভূতি ছাড়াও পরিবার, বন্ধুত্ব আর ছাত্রজীবনের স্মৃতি রয়েছে গল্পে।’

শাম্মি ইসলাম নীলা (ছবি: ফেসবুক)

আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় ইউটিউবে ক্যাপিটাল ড্রামা চ্যানেলে অবমুক্ত হবে ৯০ মিনিট দৈর্ঘ্যের ‘ফার্স্ট লাভ’। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর। প্রযোজনায় আনোয়ারুল আলম সজল।

চলতি বছরের শুরুতে বিয়ে করে আলোচিত হন শাম্মি ইসলাম নীলা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ