Connect with us

ছবিঘর

মালদ্বীপে মিমের বেড়ানোর ছবি

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম একটু ফুরসত পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। ভ্রমণের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এরই ধারাবাহিকতায় মালদ্বীপে অবকাশযাপন করছেন এই তারকা। সেখানে লাল রঙের স্লিভলেস গাউনে তাকে বেশ আবেদনময়ী লেগেছে। এগুলো দেখে ভক্তরা নানান মন্তব্য করেছেন।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মালদ্বীপে সাগরপাড়ে লাল রঙের স্লিভলেস গাউনে বিদ্যা সিনহা মিম।

গতকাল (১১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় লাল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে ছবিগুলো পোস্ট করেছেন মিম। এরমধ্যে ইনস্টাগ্রামে লাভ প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারের বেশি।

মিমের ছবিগুলো দেখে ফেসবুক ও ইনস্টাগ্রামে মন্তব্যের ঘরে ‘বিউটিফুল’ শব্দটি বেশি এসেছে। ফেসবুকে তার ফলোয়ার ৬৫ লাখ ও ইনস্টাগ্রামে ৩৯ লাখের বেশি।

এক ভক্ত লিখেছেন, ‘একটা চাহনি দিয়ে তুমি লাখো পুরুষের ঘুম হারাম করে দাও।’ অন্য একজনের দৃষ্টিতে, ‘বিয়ের পর আরো সুন্দর হয়ে গেছে মেয়েটা।’ অনেকে মন্তব্য করেছেন, ‘আবেদনময়ী ও ঝলমলে।’

সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। এতে আরিফিন শুভ’র সঙ্গে তার রসায়ন দেখা যাবে।

বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে তাকে। শহীদুল্লা কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

বড় পর্দায় সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় দেখা গেছে মিমকে। সেই বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত ‘পরাণ’ ব্যবসায়িক সাফল্য পায়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ