Connect with us

ছবিঘর

থাই দ্বীপে মিম যেন হলুদিয়া পাখি

বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়ানোর মেজাজেই আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিদেশ ভ্রমণ দারুণ উপভোগ করছেন তিনি। এবার থাইল্যান্ডে ফুরফুরে সময় কাটছে তার। সেখানে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুসারীদের জন্য পোস্ট করেছেন এই তারকা। একনজরে দেখে নিন তার নতুন ছবিগুলো।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

থাইল্যান্ডের খো চাং দ্বীপে খোশমেজাজে বিদ্যা সিনহা মিম।

গতকাল (৫ সেপ্টেম্বর) ফেসবুকে তিনটি নীল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে ছবিগুলো পোস্ট করেছেন মিম।

ইনস্টাগ্রামে নীল নয়, লাল রঙের হৃদয় আকৃতির একটি ইমোজি জুড়ে দিয়ে ছবিগুলো শেয়ার করেছেন মিম।

হলুদ রঙের স্লিভলেস টপস ও ডেনিম শর্টসে মিম।

মিমের ছবিগুলো দেখে ফেসবুকে মন্তব্যের ঘরে অনেকেই বলেছেন, ‘অসাধারণ।’

বড় পর্দায় সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। সেই বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত ‘পরাণ’ ব্যবসায়িক সাফল্য পায়।

বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। ওয়াহিদ তারেকের পরিচালনায় এতে পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে তাকে।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ২০২৩ সালে মুক্তি পায় বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ