Connect with us

টালিউড

‘থ্রি ইডিয়টস’ তারকার সঙ্গে বড় পর্দায় তানজিন তিশা ও খায়রুল বাসার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শারমান জোশি, তানজিন তিশা, খায়রুল বাসার (ছবি: ফেসবুক)

প্রথমবার বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা শারমান জোশি। এতে তার সঙ্গে জুটি বাঁধবেন দুই বাংলার দুই নায়িকা। তাদের একজন পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়। অন্যজন বাংলাদেশের তানজিন তিশা। ‘ভালোবাসার মরসুম’ নামের এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেতা খায়রুল বাসার।

পশ্চিমবঙ্গের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে খায়রুল বাসার ও তানজিন তিশার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ‘ভালোবাসার মরসুম’ প্রযোজনা করবে মেহের এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।

শারমান জোশি (ছবি: ফেসবুক)

জানা গেছে– রোমান্টিক ঘরানার সিনেমাটিতে কলেজের প্রেম, বন্ধুত্ব ও স্বামী-স্ত্রীর সংসারের গল্প থাকবে। শারমান জোশির চরিত্রের নাম আবির। তানজিন তিশাকে দেখা যাবে হিয়া চরিত্রে। সুস্মিতা চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম পারমিতা। কলেজে অধ্যাপক আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির ভুলতে পারে না প্রাক্তন প্রেমিকা পারমিতাকে। শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির। তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। সেই টানাপোড়েন নিয়েই সিনেমার গল্প।

সুস্মিতা চট্টোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)

‘ভালোবাসার মরসুম’ পরিচালনা করবেন এম এন রাজ। এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করেন তিনি। আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকে তার নতুন সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হবে দার্জিলিংয়ের পাহাড়ে। এছাড়া মুর্শিদাবাদে কিছু অংশের কাজ হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালে সরস্বতী পূজায় মুক্তি পেতে পারে সিনেমাটি।

খায়রুল বাসার (ছবি: ফেসবুক)

‘থ্রি ইডিয়টস’ (২০০৯) সিনেমার রাজু চরিত্রের জন্য সবশ্রেণির দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পান শারমান জোশি। তার জনপ্রিয় কাজের তালিকায় আরো আছে ‘রঙ দে বাসন্তী’ (২০০৬), ‘গোলমাল: ফান আনলিমিটেড’ (২০০৬), ‘লাইফ ইন অ্যা…মেট্রো’ (২০০৭), ‘ঢোল’ (২০০৭), ‘ফেরারি কি সওয়ারি’ (২০১২), ‘হেট স্টোরি থ্রি’ (২০১৫), ‘১৯২০ লন্ডন’ (২০১৬), ‘মিশন মঙ্গল’ (২০১৯)। সর্বশেষ সালমান খানের ‘সিকান্দার’ সিনেমায় দেখা গেছে তাকে।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)

অনিক দত্ত পরিচালিত বাংলা সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেক ‘গ্যাং অব গোস্টস’-এ (২০১৪) সতীশ কৌশিকের পরিচালনায় অভিনয় করেছেন শারমান জোশি। সত্যজিৎ রায়ের সব কাজের ভক্ত তিনি। ‘ভালোবাসার মরসুম’-এর জন্য বাংলা ভাষা শিখতে শুরু করেছেন ৪৬ বছর বয়সী এই তারকা। আগামী মাসে কলকাতায় আসছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ