বলিউড
দর্শক চাহিদায় মধ্যরাতে-ভোরেও সিনেমা হলে চলছে ‘দৃশ্যম টু’

‘দৃশ্যম টু’ সিনেমায় মৃণাল যাদব, শ্রিয়া স্মরণ ও অজয় দেবগণ (ছবি: টুইটার)
বলিউডে গত কয়েক মাসে কোনো সিনেমা আহামরি সাফল্য পায়নি। এ কারণে অভিনেতা অজয় দেবগণের নতুন সিনেমা ‘দৃশ্যম টু’ নিয়ে বেশি আশা ছিলো না কারও। অনেকে ধারণা করেছে, এটি হয়তো মোটামুটি সাফল্য পাবে। কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে মুক্তির প্রথম দিনে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ‘দৃশ্যম টু’র প্রতি দর্শকদের আগ্রহ অবাক করার মতো। সিনেমাটি দেখার চাহিদা এমন যে, সিনেমা হল মালিকরা মধ্যরাতে, গভীর রাতে এমনকি খুব সকালের শো যোগ করতে বাধ্য হয়েছেন। এর আগে ‘সূর্যবংশী’ (২০২১), ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (২০২১), ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ (২০২২), ‘ব্রক্ষ্মাস্ত্র’র (২০২২) ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু কয়েক মাস ধরে কোনো সিনেমা দর্শক টানতে ব্যর্থ হওয়ায় এসব শো বন্ধ করে দেওয়া হয়।

‘দৃশ্যম টু’ সিনেমায় অক্ষয় খান্না ও ঈশিতা দত্ত (ছবি: টুইটার)
‘দৃশ্যম টু’ বড় ক্যানভাসের সিনেমা নয়। সাধারণত ভিএফএক্সে ভরপুর সিনেমার ক্ষেত্রে দর্শকদের এমন আগ্রহ থাকে। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ হলো। সিনেমাটির জন্য দর্শক চাহিদা মেটাতে আবার স্বাভাবিক সময়ের বাইরে গিয়ে শো যুক্ত করতে হলো সিনেমা হল মালিকদের।

‘দৃশ্যম টু’ সিনেমায় টাবু (ছবি: টুইটার)
জানা গেছে, মুম্বাইয়ের বরিভালি, সাকি নাকা এবং ভায়ান্দারে রাত ১১টা ৪৫ মিনিটের শো যুক্ত করেছে ম্যাক্সাস সিনেমা। পিভিআর ওবেরয় মল রাত ১১টা ৫৯ মিনিটে ও রাত ১টা ১৫ মিনিটে শো চালাচ্ছে। শুধু তাই নয়, আজ ম্যাক্সাস বরিভালিতে রাত ১২টা ৩০ মিনিট, ভোর ৬টা, ভোর ৬টা ৪৫ মিনিট এবং সকাল ৭টা ৩০ মিনিটে ‘দৃশ্যম টু’ দেখেছে দর্শকরা। এছাড়া ম্যাক্সাস ভায়ান্দার সকাল ৭টায় একটি শো রেখেছিলো।

‘দৃশ্যম টু’ সিনেমায় ঈশিতা দত্ত ও শ্রিয়া স্মরণ (ছবি: টুইটার)
প্রথম দিন ভারতে ১৫ কোটি ৩৮ লাখ রুপি এবং বহির্বিশ্বে ৫ কোটি ৭১ লাখ রুপি আয় করেছে ‘দৃশ্যম টু’। মুম্বাইয়ের মতো ভারতের অন্যান্য কয়েকটি শহরে সিনেমাটির জন্য ব্যাপক চাহিদা থাকায় মধ্যরাতে ও ভোরে শো রাখার কথা ভাবা হচ্ছে। এমন চাহিদা অব্যাহত থাকলে রবিবার পর্যন্ত এসব ব্যতিক্রম সময়ে সিনেমা হল চালু রাখবেন মালিকরা।

‘দৃশ্যম টু’ সিনেমায় অজয় দেবগণ (ছবি: টুইটার)
গতকাল (১৮ নভেম্বর) ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১৬০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম টু’। এরমধ্যে ভারতের সিনেমা হল আছে ৩ হাজার ৩০২টি।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’ যেখানে শেষ হয়েছিলো, এর সিক্যুয়েল ‘দৃশ্যম টু’র গল্প শুরু হয়েছে সাত বছর পর। ছেলে সমীরের খুনের রহস্য উন্মোচনের জন্য নতুন পুলিশ নিয়ে ফিরে আসে মীরা দেশমুখ। বিজয় সালগাওকার ও তার পরিবারের অপরাধ খুঁজতে থাকে তারা।

‘দৃশ্যম টু’ সিনেমায় অক্ষয় খান্না ও অজয় দেবগণ (ছবি: টুইটার)
আগের পর্বের প্রধান চরিত্রের সব অভিনয়শিল্পী নতুন কিস্তিতে ফিরছেন। বিজয় সালগাওকার চরিত্রে অভিনয় করেছেন যথারীতি অজয় দেবগণ। তার স্ত্রীর চরিত্রে শ্রিয়া স্মরণ এবং দুই মেয়ের ভূমিকায় আছেন ঈশিতা দত্ত ও মৃণাল যাদব। মীরা চরিত্রে দেখা যাচ্ছে টাবুকে। তার সঙ্গে পুলিশ হিসেবে নতুন যুক্ত হয়েছেন অক্ষয় খান্না। এটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস