Connect with us

সিনেমা হল

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে ফি’লি’স্তি’নিদের জন্য নীরবতা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে এক মিনিট নীরবতা পালন (ছবি: চরকি)

অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা ‘দাগি’ দর্শকদের মন জয় করে চলেছে। এ উপলক্ষে এর একটি বিশেষ প্রদর্শনী হয়ে গেলো গতকাল (৭ এপ্রিল) রাতে। ঢাকার উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় এই আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের লাগাতার হামলার ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করে মৌন প্রতিবাদে অংশ নেন আমন্ত্রিত অতিথি ও সিনেমাটির কলাকুশলীরা। 

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ৭ এপ্রিল বিশ্বজুড়ে ডাকা হয় ‘গ্লোবাল স্ট্রাইক’। পূর্ব পরিকল্পিত হওয়ায় একইদিনে ‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে শিল্পীরা ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিবাদে শামিল হন অভিনেতা তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, সোহেল মন্ডল, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, অভিনেত্রী রোজী সিদ্দিকী, সুষমা সরকার, সাদিয়া আয়মান, শাহনাজ খুশি, সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলাম, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতম, চয়নিকা চৌধুরী, নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা, সাংবাদিক-সাহিত্যিক সাজ্জাদ শরিফ, আনিসুল হক, ‘দাগি’র পরিচালক শিহাব শাহীন, অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, ‘দাগি’র প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমাটির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান চরকি’র সিইও রেদওয়ান রনিসহ অনেকে।

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে শিল্পী-নির্মাতারা (ছবি: চরকি)

১ মিনিট নীরবতা পালন শেষে আমন্ত্রিত অতিথিদের সামনে কথা বলেন ‘দাগি’ সংশ্লিষ্টরা। এরপরই শুরু হয় বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখে পরিচালক রায়হান রাফী বলেন, ‘এটি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।’

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘চক্কর ৩০২’ সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবনের হৃদয়ে দাগ কেটেছে ‘দাগি’। তার মন্তব্য, ‘সিনেমার ঢঙ অনুযায়ী এখানে আফরান নিশো সবচেয়ে মানানসই। এই চরিত্রে অন্য কেউ হলে জমতো না।’

‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক শাহরীন আক্তার সুমি ও রায়হান রাফী (ছবি: চরকি)

ঈদের আরেক সিনেমা ‘বরবাদ’-এর প্রযোজক শাহরীন আক্তার সুমি ও পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘দাগি’র বিশেষ প্রদর্শনী দেখে এর ভূয়সী প্রশংসা করেন। হৃদয় বলেন, ‘খুবই সুন্দর গল্প ও নির্মাণের সিনেমা এটি। শিহাব শাহীন ভাই ও আফরান নিশো ভাইকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি সিনেমাটি খুব উপভোগ করেছি।’

প্রযোজক শাহরীন আক্তার সুমি ‘দাগি’ দেখে মুগ্ধ। তার মতে, ‘চমৎকার নির্মাণের সিনেমা এটি।’

‘দাগি’র বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি ও কলাকুশলীরা (ছবি: চরকি)

বিশেষ প্রদর্শনীসহ নির্মাতা জাহিদ প্রীতম চতুর্থবার ও নৃত্যশিল্পী হৃদি শেখ দ্বিতীয়বার ‘দাগি’ দেখলেন। দুই জনই আফরান নিশোর প্রশংসায় পঞ্চমুখ। হৃদি শেখ মনে করেন, সিনেমাটি তার মায়েরও দেখা উচিত।

(বাঁ থেকে) মহেন্দ্র সোনি, শাহরিয়ার শাকিল, আফরান নিশো, শহীদুজ্জামান সেলিম, তমা মির্জা ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

কণ্ঠশিল্পী মাশা ইসলামের চোখে, গল্পের সঙ্গে গানগুলো সুন্দরভাবে মিলে গেছে। তিনি বলেন, ‘বড় পর্দায় নিজের গাওয়া গান শুনতে ও দেখতে ভালো তো লাগেই। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রতিটি গানের ব্যবহার। গল্পের সঙ্গে একেবারে মিলে গেছে।’

আফরান নিশো ও তমা মির্জা (ছবি: চরকি)

‘দাগি’র টাইটেল ট্র্যাক গেয়েছেন আফরান নিশো। এর সুর ও সংগীতায়োজন করেছেন ও কিছু অংশ গেয়েছেন আরাফাত মহসীন নিধি। সাদাত হোসাইনের কথা, সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘একটুখানি মন’ গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। ‘নিয়ে যাবে কি’ নিজের সুরে গেয়েছেন জেফার রহমান।

ঈদুল ফিতর উপলক্ষে গত ৩১ মার্চ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘দাগি’। এরপর থেকে দর্শকদের উপচেপড়া ভিড়ে মহাসমারোহে চলছে সিনেমাটি। এর প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। ‘দাগি’ দেখে সাধারণ দর্শকরা ইতিবাচক মন্তব্য করছেন।

(বাঁ থেকে) মহেন্দ্র সোনি, শাহরিয়ার শাকিল, আফরান নিশো, শিহাব শাহীন, শহীদুজ্জামান সেলিম ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

সিনেমাটির বাজেট সাড়ে চার কোটি টাকা। এতে নিশান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। জেরিন চরিত্রে আছেন তমা মির্জা। ‘সুড়ঙ্গ’র পর ‘দাগি’র মাধ্যমে দুই বছর পর আবার জুটি বেঁধেছেন তারা। ‘দাগি’তে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, মিলি বাশারসহ অনেকে। সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় সিনেমাটির শুটিং হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ