ঢালিউড
‘দামাল’ ট্রেলার: মুক্তিযুদ্ধ ও ফুটবল যেখানে মিলেমিশে একাকার

‘দামাল’ সিনেমার দৃশ্য
‘পরাণ’ সাফল্যের পর রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘দামাল’-এর ট্রেলার প্রকাশিত হলো। আজ (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি। ২৫ মার্চের কালরাতের গণহত্যা, মুক্তিযুদ্ধ, রাজাকার ও পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম যজ্ঞ, একাত্তরের হাতিয়ার রেডিও, ফুটবল ম্যাচ, অনুশীলন, মালবাহী ট্রেন, উল্লাস, শপথ, ‘জয় বাংলা’ স্লোগানসহ অনেক কিছুর সম্মিলন রয়েছে এতে।
ট্রেলারে উল্লেখ রয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। ১ মিনিট ৫৯ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারের সবশেষে বিদ্যা সিনহা মিম একের পর এক আঘাত করতে থাকেন একজন রাজাকারকে। এরপর থুথু ছিটিয়ে দেন।
ট্রেলারের সবশেষে লেখা আছে ‘দেখা হবে সিনেমা হলে’। আগামী ২৮ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘দামাল’ সিনেমার দৃশ্য
পরিচালক রায়হান রাফী সোশ্যাল মিডিয়ায় ট্রেলার শেয়ার করে লিখেছেন ধারাবর্ণনার কয়েকটি লাইন, ‘হোক সে যোদ্ধা বা খেলোয়াড়/লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়/খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান/কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ!’
রায়হান রাফী বলেন, ‘একাত্তরের স্বাধীনতা সংগ্রামের কথা সবাই জানে। কিন্তু একদল দামাল ছেলে যুদ্ধটা করেছিল ফুটবল খেলে, সেই স্বাধীন বাংলা ফুটবল টিমের সংগ্রামের কথা অনেকেরই অজানা। সেই না বলা ইতিহাস তুলে ধরা হয়েছে আমার এবারের সিনেমায়।’

‘দামাল’ সিনেমার দৃশ্য
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, সামিয়া অথৈ, পূজা এবং সারওয়াত আজাদ বৃষ্টি।
‘দামাল’ গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই সিনেমাটি প্রযোজনা করেছেন।

‘দামাল’ সিনেমার দৃশ্য
রায়হান রাফীর সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ্দৌলা। চিত্রগ্রহণে সুমন সরকার। সম্পাদনায় সামির আহমেদ। পোশাক পরিকল্পনায় এদিলা ফরিদ তুরিন। শিল্প নির্দেশনা দিয়েছেন জয়। টাইটেল ও গ্রাফিক্স করেছেন সীমিত রায় অন্তর। ভিজ্যুয়াল ইফেক্টস সাজিয়েছে ফোর্থ ডাইমেনশন ভিজ্যুয়াল ইফেক্টস প্রাইভেট লিমিটেড। রূপসজ্জায় মো. খোকন মোল্লা। রং বিন্যাসে জিতু আহসান।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি। গান লিখেছেন রাসেল মাহমুদ। শব্দ প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন রিপন নাথ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
