বলিউড
দীপিকা-রণবীরের দুয়ার ছবিতে দুই ঘণ্টায় ৩০ লাখ লাইক

রণবীর সিং, দুয়া ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং নিজেদের মেয়ের মুখ অবশেষে প্রকাশ্যে আনলেন। কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের সঙ্গে তোলা পাঁচটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। তাদের পোস্টে দুই ঘণ্টায় লাইক পড়েছে ৩০ লাখের বেশি।
গতকাল (২১ অক্টোবর) রাতে দীপিকা ও রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দুয়ার ছবি পোস্ট করেন। এগুলোতে মা-বাবার মধ্যমণি দুয়া কখনো হাসছে, কখনো ওপরে তাকিয়ে কিছু দেখাচ্ছে। দীপবীর কন্যাকে আদরে মুড়ে রেখেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে বসে আছে ছোট্ট দুয়া। মা ও কন্যা জোড়হাতে সৃষ্টিকর্তাকে ডাকছেন।

রণবীর সিং, দুয়া ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
দীপাবলি উপলক্ষে লাল রঙের জমকালো চুড়িদারে সেজেছে মা ও মেয়ে। সেই সঙ্গে আছে মানানসই স্বর্ণের গহনা। দুয়ার মাথার দুই দিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। রণবীর সিং পরেছেন সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।

দীপিকা পাড়ুকোনের কোলে দুয়া (ছবি: ইনস্টাগ্রাম)
ছোট্ট দুয়াকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। বলিউড তারকাদের অনেকে মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকের চোখে, ‘দুয়া দেখতে দীপিকার মতো।’ কেউ মনে করছেন, রণবীরের ছাপ আছে কন্যার মুখে।

রণবীর সিং, দুয়া ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
গায়িকা শ্রেয়া ঘোষাল লিখেছেন, ‘শিশু দুয়া তার মা ও বাবার এক নিখুঁত মিশ্রণ। সুন্দর এই পরিবারকে জানাই দীপাবলির শুভেচ্ছা।’
একই রকম মন্তব্য করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, ‘কী নিখুঁত মিশ্রণ!’ এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রাজকুমার রাও, সনু সুদ, অভিনেত্রী সোনম কাপুর, দিয়া মির্জা, জেরিন খান।

রণবীর সিং, দুয়া ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)
গত বছর গণেশচতুর্থীর পরের দিন (৮ সেপ্টেম্বর) দুয়ার জন্মের সুখবর দেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। গত বছর দীপাবলিতে ছোট্ট দুটি পায়ের ছবি শেয়ার করে তার নাম ঘোষণা করেন তারা। এবার দীপাবলিতে কন্যার মুখ প্রকাশ করলেন এই দম্পতি।
২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস