ওটিটি
দুই দম্পতির ভালোবাসা ও কলহ, কে ‘পারফেক্ট ওয়াইফ’?

‘পারফেক্ট ওয়াইফ’-এর দৃশ্যে (বাঁ থেকে) আরিয়ানা জামান ও জৌপারী লুসাই (ছবি: চরকি)
‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘গুণিন’ ও ‘কাজলরেখা’র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করলেন রোমান্টিক-কমেডি ধাঁচের ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’। এতে তার পরিচালনায় অভিনয় করেছেন দুই জোড়া নবীন অভিনয়শিল্পী।
গতকাল (২০ অক্টোবর) প্রকাশিত ‘পারফেক্ট ওয়াইফ’-এর ট্রেলারে আভাস মিলেছে, দুই দম্পতির দাম্পত্য জীবনকে ঘিরেই এর গল্প। এক দম্পতির বাড়িতে বেড়াতে আসে আরেক দম্পতি। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি দেখা দেয় কলহ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ২২ অক্টোবর দিবাগত রাত ১২টায় (২৩ অক্টোবর) মুক্তি পাবে ‘পারফেক্ট ওয়াইফ’।

‘পারফেক্ট ওয়াইফ’-এর পোস্টারে (বাঁ থেকে) মীর রাব্বি, জৌপারী লুসাই, সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান (ছবি: চরকি)
ফ্ল্যাশ ফিকশনটির নামকরণ প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, “পুরুষালি দৃষ্টিভঙ্গিতে মনের মতো বউ বিষয়ক অনুভূতি কাজ করে। স্বামীর চাওয়া অনুযায়ী কিছু গুণ থাকলেই সেই স্ত্রীকে পারফেক্ট ভাবা হয়। সেই প্রচলিত ধারণা কিংবা আকাঙ্ক্ষাকে প্রশ্ন করতেই ‘পারফেক্ট ওয়াইফ’ নির্মাণ করা। গল্পটা একটু মজার ছলে বলার চেষ্টা করেছি।”
এক দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান। বেড়াতে আসা দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই। তাদের মধ্যে সুদীপ বিশ্বাস দীপ ছাড়া বাকি তিন জনই প্রথমবার গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করলেন।

‘পারফেক্ট ওয়াইফ’-এর দৃশ্যে (বাঁ থেকে) সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান (ছবি: চরকি)
সুদীপ বিশ্বাস দীপের মতে, জীবনে কিছুই পারফেক্ট নয়। তিনি বলেন, ‘গল্পটি পারফেক্ট শব্দকে জাস্টিফাই করার জন্য নয়। যেমন আমার চরিত্র আইনজীবী বাবার বখে যাওয়া সন্তানের। আমার অনেক কিছুরই অভাব নেই, কিন্তু আমি কি পারফেক্ট? এমন অনেক বিষয় খুব মজার ছলে গল্পে বলা হয়েছে। আমরা বেশ আনন্দ নিয়ে শুটিং করেছি। আশা করছি, দর্শকরা এটি দেখে মজা পাবেন। গল্পের শেষে দারুণ টুইস্ট আছে।’
আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা জামান। তার ওপর সংসার ও সম্পত্তির পুরো দায়িত্ব। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমার বাস্তব জীবনের ঠিক বিপরীত স্বভাবের একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন। আমার ও দীপ ভাইয়ের চরিত্রের মাধ্যমে দাম্পত্য জীবনের খুনসুটি ও সমস্যা উঠে এসেছে। সম্পর্কের কঠিন বিষয়গুলো সহজভাবে দেখানো হয়েছে এতে।’

‘পারফেক্ট ওয়াইফ’-এর দৃশ্যে মীর রাব্বি ও জৌপারী লুসাই (ছবি: চরকি)
অভিনেতা মীর রাব্বির মতে ‘পারফেক্ট’ বিষয়টা আপেক্ষিক, একেক জনের কাছে ‘পারফেক্ট’ বিষয়টি একেক রকম। তিনি বলেন, ‘গল্পে প্রচলিত প্রবণতা কিংবা অভ্যাসকে একরকম বিদ্রুপ করার চেষ্টা বোঝা যাবে। আমি যে ধরনের কাজ করে এসেছি ‘পারফেক্ট ওয়াইফ’ সেগুলো থেকে একটু আলাদা। এখানে একটু কমেডি ও ফান আছে, এটাকে বলা যায় সিচুয়েশনাল কমেডি। ফান করার জন্য যেমন মজার দৃশ্য ও সংলাপ লিখতে হয়, তেমনই অভিনয়শিল্পীদের সেটি উপস্থাপন করতে হয় দারুণভাবে। ডিরেকশনের ভিন্নতা, এডিট, মিউজিক মিলিয়ে দৃশ্যটি হাস্যরসের সৃষ্টি করে। আশা করছি, আমাদের কাজ দর্শকদের আনন্দ দেবে।’
‘পারফেক্ট ওয়াইফ’ ফ্ল্যাশ ফিকশনে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছেন জৌপারী লুসাই। বাংলা ছাড়াও তাকে অন্য ভাষায় কথা বলতে শোনা গেছে ট্রেলারে। তিনি বলেন, ‘আমার জন্য এই চরিত্র খুবই অপ্রত্যাশিত। আমার বিশ্বাস, দর্শকরাও একটা ধাক্কা খাবেন চরিত্রটি দেখে। শেষটা বেশ চমকপ্রদ।’
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই ও চরকি’র যৌথ প্রযোজনায় নির্মিত চতুর্থ ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’। আগের তিনটি কন্টেন্ট ছিল আরাফাত মহসীন নিধির ‘খুব কাছেরই কেউ’, ভিকি জাহেদের ‘অন্ধ বালক’ ও রাকায়েত রাব্বির ‘গ্যাড়াকল’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
