Connect with us

ছবিঘর

স্যুট-প্যান্টে ‘দুর্বার’ অপু বিশ্বাসের ‘সিক্রেট’

চিত্রনায়িকা অপু বিশ্বাস ফেসবুকের মাধ্যমে নিয়মিতভাবে নিজের নতুন ফটোশুট প্রকাশ্যে আনেন। এবার অফ-হোয়াইট স্যুটে তার গ্ল্যামার ভক্তদের নজর কেড়েছে। আটটি ছবিতে জেনে নিন এই তারকার আপডেট।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অপু বিশ্বাসকে অফ-হোয়াইট স্যুট-প্যান্টে দারুণ মানিয়েছে। স্যুটে রয়েছে ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ।

স্যুট পরা ছবিগুলো গতকাল (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘যে শক্তি আপনাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে উঠুন।’

ফেসবুকে অপু বিশ্বাসের ফলোয়ার ৯৩ লাখের বেশি। তার স্যুট পরা ছবিগুলোর পোস্টে লাইক ও লাভ প্রতিক্রিয়া এসেছে ২০ হাজারের বেশি। ছবিগুলো জুটন’স স্ন্যাপশুটের তোলা।

সম্প্রতি ‘দুর্বার’ নামের নতুন একটি সিনেমার প্রথম ধাপের শুটিং করেছেন অপু বিশ্বাস। এতে প্রথমবার সজল নূরের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন কামরুল হাসান।

অপু বিশ্বাস হাতে নিয়েছেন ‘সিক্রেট’ নামের একটি সিনেমা। এতে প্রথমবার আদর আজাদের সঙ্গে তার রসায়ন থাকছে। ২০২৬ সালের জানুয়ারিতে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। তার পরিচালিত ‘লালশাড়ি’তে বড় পর্দায় সর্বশেষ দেখা গেছে অপুকে। এটি নিজেই প্রযোজনা করেন নায়িকা। এর আগে একই পরিচালকের ‘ছায়াবৃক্ষ’তে নিরবের নায়িকা হয়েছেন তিনি।

ঢালিউডে প্রায় দুই দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। এরমধ্যে বেশিরভাগেই নায়ক ছিলেন শাকিব খান।

২০০৮ সালে ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। এর আগে দুই তারকার ছেলে আব্রাম খান জয় জন্মগ্রহণ করে ২০১৬ সালে।

অভিনয়ের বাইরে বিউটি পার্লারের ব্যবসা করছেন অপু বিশ্বাস। গত ৯ ডিসেম্বর ‘সিগনেচার বাই এবি জেন্টস সেলুন’-এর উদ্বোধন হয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ