ঢালিউড
দেখতে বলিউডের নায়িকাদের মতো…
শ্বেতশুভ্র ফুলহাতা শার্টে মুগ্ধ করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ ভক্ত-অনুসারীরা। অনেকে তাকে এভাবে দেখে বলিউডের নায়িকাদের সঙ্গে মিলিয়েছেন। আজ (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এসব ছবি শেয়ার করে সাড়া ফেলেছেন তিনি।

বিদ্যা সিনহা মিম ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘যখন দ্বিধা থাকে, সাদায় সব উত্তর মিলে যায়।’

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে আলাদা দুটি পোস্টে ছবিগুলো শেয়ার করেছেন মিম। এরমধ্যে একটিতে তিনি লিখেছেন, ‘নিজেকে ভালোবাসুন।’

আবেদনময় অভিব্যক্তিতে ছবিগুলো তুলেছেন বিদ্যা সিনহা মিম। ভক্ত-অনুসারীদের চোখে এগুলো অনবদ্য, অসাধারণ সুন্দর, চমৎকার। এমন অনেক বিশেষণ জানিয়েছেন অনেকে।

মিমের শেয়ার করা ১৪টি নতুন ছবির পোস্টে লাইক পড়েছে ৫৮ হাজারের বেশি। তার এই পোস্ট শেয়ার হয়েছে তিন শতাধিক। এছাড়া কমেন্ট এসেছে ছয় হাজারের বেশি।

মিমকে সাদায় দেখে ফারুক আহমেদের লেখা অর্ণবের গান ‘তোমার জন্য’র ‘কাঠগোলাপের সাদার মায়া’ শব্দ তিনটি কেউ কেউ কমেন্টে লিখেছেন।

ভারতীয় নেটিজেনদের মন্তব্য, মিমের ফিটনেস বলিউডের নায়িকাদের মতো। হিন্দি সিনেমায় কাজ করার চেষ্টা চালানো উচিত তার। একজন লিখেছেন, ‘চলে আসেন দিদি ভারতে, আপনি আরামে বলিউডে সুযোগ পেয়ে যাবেন। মুম্বাই কলিং।’

মিমকে দেখে ভক্তদের মধ্যে একজন লিখেছেন, ‘বাংলাদেশের দীপিকা পাড়ুকোন।’ আরেকজনের প্রশ্ন, ‘বলিউডে অভিষেক হচ্ছে কবে?’

মিম সম্প্রতি দুবাইয়ে পরিবারের সঙ্গে ইংরেজি নববর্ষ উদযাপন করে এসেছেন।

কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। এতে তার চরিত্রের নাম মন্দিরা। মেয়েটি পেশায় এসিপি, অর্থাৎ সহকারী পুলিশ কমিশনার।

‘মানুষ’ আগামী ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পাবে। জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎজ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছেন কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের গোপাল মাদনানি ও অমিত জুমরানি।

২০১৮ সালে কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ সিনেমায় জিতের বিপরীতে প্রথমবার অভিনয় করেন মিম। টালিগঞ্জের আরও দুটি সিনেমায় কাজ করেছেন তিনি। এগুলো হলো সৃজিত মুখোপাধ্যায়ের ‘ইয়েতি অভিযান’ (২০১৭) এবং অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’ (২০১৯)।

২০২৩ সালে বাংলাদেশের সিনেমা হলে মিমকে দেখা যাবে ‘অন্তর্জাল’ সিনেমায়। এতে তার সহশিল্পী সিয়াম আহমেদ। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।

গত বছরটা দারুণ কেটেছে মিমের। তার অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ দর্শকপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ‘পরাণ’ ছিলো সবচেয়ে ব্যবসাসফল।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মুকুট জয়ের পর নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন মিম। তার অভিনীত সিনেমার সংখ্যা ২১টি। এরমধ্যে মুক্তি পেয়েছে ১৯টি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
