বলিউড
দেখুন তো চিনতে পারেন কিনা

নওয়াজুদ্দিন সিদ্দিকী (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের একজন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ২৩ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে। প্রতিবারই ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন সব লুকে। সম্প্রতি আরও একবার নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন এই অভিনেতা। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।
সদ্যই নিজের আসন্ন সিনেমা হাড্ডি-র শুটিং শুরু করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। আজ (২৩ আগস্ট) মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার। আর তাতেই প্রকাশ্যে এসেছে নওয়াজের ভিন্ন লুকটি। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন অভিনেতার ভক্তরা। কারণ মোশন পোস্টারের গ্ল্যামারাস চুল এবং মেকআপসহ ধূসর গাউন পরা এই নারী যে নওয়াজুদ্দিন সিদ্দিকী সেটা বোঝা কিন্তু একদম মুশকিল।
হাড্ডি নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং নওয়াজুদ্দিনও। তিনি জানান, “আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি, তবে হাড্ডি একটি অনন্য এবং বিশেষ চরিত্র হতে চলেছে কারণ আমি এমন একটি চেহারায় আসব যা আগে কখনও দেখা যায়নি এবং এটি আমাকে একজন অভিনেতা হিসেবে আরও একধাপ এগিয়ে দিতে সাহায্য করবে।”
হাড্ডি পরিচালনার দায়িত্বে রয়েছেন অক্ষত অজয় শর্মা। এর চিত্রনাট্য লিখেছেন তিনি ও অদম্য ভাল্লা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
