ঢালিউড
দেশের পথে শাকিব, বিমানবন্দরে শুভেচ্ছা জানাবে ভক্তরা

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
অপেক্ষার অবসান হচ্ছে! যুক্তরাষ্ট্র থেকে নয় মাস পর দেশে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টার মধ্যে তার ঢাকায় পা রাখার কথা। তাকে শুভেচ্ছা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ সংলগ্ন এলাকায় সমবেত হবে ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় এই পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব নিজেই। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ আগস্ট) তিনি লিখেছেন, ‘আজ ফিরছি প্রিয় মাতৃভূমিতে।’
দেশ ছেড়ে আমেরিকায় দীর্ঘদিন থাকা প্রসঙ্গে শাকিবের উপলব্ধি, ‘কেন জানি মনে হয়, নিজের জীবন-দর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য আমার এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এসব সময়ে খুব কাছ থেকে নিজের জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি, যেমনটা সিনেমায় করে থাকি। এ সময়ে আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে। বেঁচে থাকলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ।’
ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে শাকিব বলেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে অথবা নিজেই যখন নিজেকে ভেঙে গড়ার চ্যালেঞ্জ দিয়েছি, সৃষ্টিকর্তার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সবসময় জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাসও আমার জন্য ছিল একটি চ্যালেঞ্জের মতোই এবং আবারও আপনাদের ভালোবাসায় সেটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’
গত জুনে আমেরিকায় গ্রিনকার্ড হাতে পান শাকিব। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা থেকে তিনি এও লিখেছেন, ‘আমার এগিয়ে চলায় অন্ধের মতো সবচেয়ে বড় শক্তি ছিল, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো-কোটি ভক্ত-অনুসারী। তারা সবসময় আমার পাশে থেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে।’
তবে শাকিবের দৃষ্টিতে, ‘পেছনের নয় মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তাঁরা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাঁদের সকাল!’

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
দূরদেশে থাকাকালে আপন-পরের মুদ্রার এপিঠ-ওপিঠ দুই দিকই দেখেছেন শাকিব। রুপালি পর্দার এই তারকার কথায়, ‘দূরদেশে থাকাকালে অনেককে পেয়েছি, যারা পরিবারের মানুষ ভেবে আমাকে আপন করে নিয়েছে, সমর্থন জুগিয়েছেন মানসিকভাবে। অন্যদিকে এও বুঝেছি, যাদের এতদিন আপন মনে করতাম তারা কেউ কেউ সত্যিকার অর্থে আমার আপন ছিল না।’
দেশে ফিরে তপু খান পরিচালিত ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের শুটিং করবেন শাকিব। এতে তার বিপরীতে আছেন শবনম বুবলি। এছাড়া নতুন কয়েকটি কাজ হাতে নেবেন তিনি।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
চলতি বছরের শেষ দিকে এসকে ফিল্মস প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হতে পারে। এতে তার বিপরীতে থাকছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়া তার হাতে আছে ‘মায়া’ (পূজা চেরী), ‘অন্তরাত্মা’ (দর্শনা বনিক), ‘আগুন’ (জাহারা মিতু)।
শাকিবের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গলুই’ আমেরিকায় প্রবাসী বাঙালিদের প্রশংসা কুড়িয়েছে। সবাই বেশ উৎসাহ নিয়ে এটি উপভোগ করেছেন।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											