ওটিটি
ওটিটিতে দেশ-বিদেশে রাজ-বুবলীর ’দেয়ালের দেশ’

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী ও শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)
বড় পর্দা ও টেলিভিশন চ্যানেলের পর এবার ওটিটিতে আসছে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির ‘দেয়ালের দেশ’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ দিবাগত রাত ১২টা ১ মিনিট (১৭ জুলাই) থেকে সিনেমাটি দেখা যাবে। ফলে দেশ-বিদেশের দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন এটি।
গতকাল (১৫ জুলাই) সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘দেয়ালের দেশ’-এর ট্রেলার। এর ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)
‘দেয়ালের দেশ’ সিনেমায় নহর চরিত্রে বুবলী ও বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প রয়েছে এতে। প্রেমের শুরু হাসপাতালের মর্গ থেকে। অন্যান্য চরিত্রে আছেন আজিজুল হাকিম, জিনাত শানু স্বাগতা, শাহাদাত হোসেন, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)
২০২১ সালে সরকারি অনুদান পাওয়া ‘দেয়ালের দেশ’ হলো মিশুক মনি পরিচালিত প্রথম সিনেমা। তিনিই এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন এই তরুণ নির্মাতা।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী ও শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)
চরকিতে ’দেয়ালের দেশ’-এর মুক্তি প্রসঙ্গে মিশুক মনি বলেন, “সিনেমাটি বড় পর্দায় মুক্তির পর থেকে রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ‘দেয়ালের দেশ’ দেখার আগ্রহ জানিয়েছেন। ওটিটিতে খানিকটা দেরিতে মুক্তি পাচ্ছে, তবুও ভেবে ভালো লাগছে যে, দেশ-বিদেশে আরো বড় পরিসরে এটি ছড়িয়ে যাবে।”

‘দেয়ালের দেশ’ সিনেমায় শরিফুল রাজ ও শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)
২০২৪ সালের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘দেয়ালের দেশ’। শরিফুল রাজ ও শবনম বুবলীর হৃদয়ছোঁয়া অভিনয়ের পাশাপাশি ভিন্নধর্মী গল্প, নির্মাণ ও গান সমাদৃত হয়েছে দর্শকমহলে। এরপর বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস