গান বাজনা
এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন

ঈদ উপলক্ষে তারকাদের পাশাপাশি সম্ভাবনাময় প্রতিভাবানদের গানের পসরা সাজিয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন। সবশ্রেণির শ্রোতা-দর্শকদের কথা ভাবনায় রেখে এই ঈদ আয়োজন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ।
তালিকায় আছে আসিফ আকবর ও মিমি’র দ্বৈত কণ্ঠে ‘মিথ্যা বলতে পারি না’। এটি সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজনে মুশফিক লিটু এবং লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
ওপার বাংলার গায়ক রূপঙ্কর বাগচীর ‘ভালো থাকুক’ গানটি লিখেছেন গালিব সরদার। এর সুর ও সংগীতায়োজন করেছেন টোনাই দেবাশীষ গাঙ্গুলী।
অমৃত দেবনাথের কথা, প্রিন্স রুবেলের সুর ও তরিকের সংগীতায়োজনে লুৎফর হাসানের গাওয়া ‘আমি আর আসবো না’। জিসান খান শুভ’র কথা, সুর ও গায়কীতে ‘এলে না তুমি’ গানের সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গান দুটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
ইমরান মাহমুদুলের জনপ্রিয় গান ‘ধোঁয়া’ ও ‘মেঘের খামে’ ম্যাশ-আপ করেছেন হাসান সামস ইকবাল ও হুমায়রা ঈশিকা।
নবীনদের মধ্যে রয়েছে প্রিন্স রুবেলের কথা, সুর ও গায়কীতে এবং তরিকের সংগীতায়োজনে ‘এক সমুদ্র পানি’। শফিক মাহমুদের সুর ও গায়কীতে ‘তুই যদি আমার থাকিস’ লিখেছেন ফারুক রাজ, সংগীতায়োজন করেছেন কাওসার খান। এর ভিডিও বানিয়েছেন এম এইচ রিজভী।
তাজুল ইসলাম ও ওপার বাংলার অদিতি চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে ‘কেন দুঃখ দিলে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন সুশান্ত ঘোষ। এর কথা ও সুর তাজুল ইসলামের, সংগীতায়োজনে জাহিদ বাবু।
নিজের গাওয়া ‘পিরিতের সেল’ গানটির ভিডিও নির্মাণ করেছেন এইচ. আল আমিন। এর কথা ও সুর মো. সুরুজ্জামানের। সংগীতায়োজনে আকাশ মাহমুদ।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে ইউটিউবে তাদের চ্যানেলে আসতে শুরু করেছে ঈদের বিশেষ গানচিত্র। গানগুলো শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস