Uncategorized
নতুন ‘অ্যাভাটার’ সিনেমার আয় ছাড়িয়েছে ১২ হাজার কোটি টাকা

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
দর্শকদের আবার চোখধাঁধানো গ্রহ প্যান্ডোরায় ফিরিয়ে নেওয়া কানাডার জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বব্যাপী বক্স অফিসে বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে। ‘অ্যাভাটার’ সিরিজের এই তৃতীয় কিস্তি বিশ্বজুড়ে টিকিট বিক্রি থেকে পেয়েছে ১.০৩ বিলিয়ন তথা ১৩০ কোটি ডলার (১২ হাজার ৬২৩ কোটি টাকা)।
প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি স্টুডিওস গতকাল (৪ জানুয়ারি, ২০২৬) জানিয়েছে, বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটির মৌসুমে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) ৩০ কোটি ৬০ লাখ ডলার এবং আন্তর্জাতিক বাজারে ৭৭ কোটি ৭১ লাখ ডলার আয় করেছে।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ বিশ্বব্যাপী ২.৯ বিলিয়ন তথা ২৯২ কোটি ডলারের বেশি (৩৫ হাজার ৭৭৭ কোটি টাকা) আয় করে। আমেরিকা-ভিত্তিক বিশ্লেষণ সংস্থা কমস্কোরের তথ্যানুযায়ী, ‘অ্যাভাটার’ এখনো বিশ্বে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষস্থানে আছে। তবে মুদ্রাস্ফীতি ও দশকজুড়ে গড় টিকিট মূল্যের সমন্বয় করলে ১৯৩৯ সালের ধ্রুপদি সিনেমা ‘গন উইথ দ্য উইন্ড’ এখনো এগিয়ে। প্রথম সিনেমা মুক্তির ১৩ বছর পর ২০২২ সালে বড় পর্দায় এসে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বিশ্বব্যাপী ২.৩ বিলিয়ন তথা ২৩৪ কোটি ডলারের বেশি (২৮ হাজার ৬৭৩ কোটি টাকা) আয় করে। এটি সেরা ভিজ্যুয়াল ইফেক্টস শাখায় অস্কার জিতেছে।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
দৃষ্টিনন্দন থ্রিডি ভিজ্যুয়ালের সুবাদে ‘অ্যাভাটার’ সিরিজের সিনেমা বড় পর্দাতেই দেখার জন্য জুতসই। পুরো ফ্র্যাঞ্চাইজ ধারাবাহিকভাবে দর্শকদের সিনেমাহলে টেনেছে। তিনটি কিস্তি মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৬.৩৫ বিলিয়ন তথা ৬৩৫ কোটি ডলার।
জেমস ক্যামেরনের প্রথম বিলিয়ন ডলারের ব্লকবাস্টার ছিলো ‘টাইটানিক’ (১৯৯৭)। এটি বিশ্বব্যাপী প্রায় ২.৩ বিলিয়ন তথা ২৩০ কোটি ডলার আয় করে। ‘অ্যাভাটার’ সিরিজ মিলিয়ে ৭১ বছর বয়সী এই কানাডিয়ান নির্মাতার ঝুলিতে যোগ হলো বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করা মোট চারটি সিনেমা।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
কল্পবিজ্ঞানধর্মী ফ্যান্টাসি সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর গল্প শুরু হয়েছে দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ যেখানে শেষ হয়েছিলো সেখান থেকেই। জ্যাক (স্যাম ওয়ার্থিংটন) ও নেইতিরি (জো সালদানিয়া) তাদের এক সন্তানের মৃত্যুতে শোকাহত। এরমধ্যে প্যান্ডোরায় এক নতুন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয় তাদের।
ডিজনির মালিকানাধীন টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওসের পরিবেশনায় গত ১৯ ডিসেম্বর সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ৪০ কোটি ডলার বাজেটে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন কেট উইন্সলেট, সিগোর্নি উইভার, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবসি, ক্লিফ কার্টিস। নতুন যুক্ত হয়েছেন স্প্যানিশ-সুইস-ব্রিটিশ অভিনেত্রী ওনা চ্যাপলিন।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গান গেয়েছেন আমেরিকান পপতারকা মাইলি সাইরাস। ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান শাখায় মনোনীত হয়েছে এটি। এছাড়া অস্কারের সেরা মৌলিক গান শাখার সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ‘ড্রিম অ্যাজ ওয়ান’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
