হলিউড
নতুন চমক নিয়ে বাংলাদেশে ‘দ্য মারভেলস’

‘দ্য মারভেলস’ সিনেমার তিন অভিনেত্রী (বাঁ থেকে) টেয়োনা প্যারিস, ব্রি লারসন ও ইমান ভেলানি (ছবি: মারভেল স্টুডিওস)
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা ‘ক্যাপ্টেন মারভেল’ মুক্তি পায় ২০১৯ সালে। বড় পর্দার শক্তিশালী নারী চরিত্র হয়ে ওঠে মার্কিন যুদ্ধবিমানের পাইলট ক্যারল ড্যানভার্স। এরপর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমায় দেখা গেছে তাকে। এবার ‘ক্যাপ্টেন মারভেল’-এর সিক্যুয়েলের মাধ্যমে বড় পর্দায় ফিরছে এই নারী।

‘দ্য মারভেলস’ সিনেমায় ব্রি লারসন (ছবি: মারভেল স্টুডিওস)
মারভেল কমিকস অবলম্বনে নির্মিত নতুন সুপারহিরো সিনেমা ‘দ্য মারভেলস’ ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল (১০ নভেম্বর)। একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে আসছে বহুল আলোচিত এই সিনেমা। বড় পর্দায় সুপারপাওয়ার ত্রয়ীকে দলবদ্ধ হয়ে বিশ্বকে বাঁচাতে মহাজাগতিক অনুসন্ধানে নামতে দেখা যাবে।

‘দ্য মারভেলস’ সিনেমার অভিনয়শিল্পীরা (ছবি: মারভেল স্টুডিওস)
ক্যাপ্টেন মারভেল চরিত্রে যথারীতি অভিনয় করেছেন আমেরিকান তারকা ব্রি লারসন। মারভেল স্টুডিওসের প্রযোজনায় নির্মিত ‘দ্য মারভেলস’ শুধু ‘ক্যাপ্টেন মারভেল’-এর সিক্যুয়েলই নয়, এটি ‘মিস মারভেল’ টিভি সিরিজের সিক্যুয়েলের ধারাবাহিকতা। কামালা খান ওরফে মিস মারভেল চরিত্রে কানাডিয়ান তারকা ইমান ভেলানিকে আরেকবার দেখা যাবে। মনিকা রামবো তথা ফটোন চরিত্রে থাকছেন টেয়োনা প্যারিস।

‘দ্য মারভেলস’ সিনেমার তিন অভিনেত্রী (বাঁ থেকে) ইমান ভেলানি, ব্রি লারসন ও টেয়োনা প্যারিস (ছবি: মারভেল স্টুডিওস)
‘দ্য মারভেলস’ হলো মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৩তম সিনেমা। এর মাধ্যমে মারভেলের সুপারহিরো দলের বয়োজ্যেষ্ঠ নিক ফিউরি চরিত্রে আবার ফিরছেন স্যামুয়েল এল. জ্যাকসন। এছাড়া আছেন পার্ক সিও-জুন, গ্যারি লুইস, জাওয়ে অ্যাশটন, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, সাগর শেখ। ১ ঘণ্টা ৪৫ মিনিটের সিনেমাটি পরিচালনা করেছেন নিয়া ডাকস্টা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
