Connect with us

সিনেমা হল

নতুন ‘সুপারম্যান’ আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সুপারম্যানের ভূমিকায় ডেভিড কোরেনসোয়েট (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে আবার আকাশে উড়তে দেখা যাবে। বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুলাই বড় পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আন্তর্জাতিক মুক্তির দিন থেকেই বহুল কাঙ্ক্ষিত সিনেমাটি উপভোগ করা যাবে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়।

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই এটি আলোচনার তুঙ্গে। এবার সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন আমেরিকান তারকা ডেভিড কোরেনসোয়েট। সাংবাদিক লয়েস লেন চরিত্রে আছেন র‌্যাচেল ব্রসনাহান। খলচরিত্র লেক্স লুথর হিসেবে পর্দায় আসছেন ব্রিটিশ তারকা নিকোলাস হল্ট। ২ ঘণ্টা ৯ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির বাজেট ২২ কোটি ৫০ লাখ ডলার।

‘সুপারম্যান’ সিনেমায় র‌্যাচেল ব্রসনাহান ও ডেভিড কোরেনসোয়েট (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

১৯৩৮ সালে কমিকসের রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাব ঘটে। সেই থেকে প্রজন্মের পর প্রজন্মের কাছে এই সুপারহিরো আশা, সততা ও শক্তির প্রতীক হিসেবে টিকে আছে। তাই এখনো সবশ্রেণির দর্শকদের কাছে তার অভাবনীয় জনপ্রিয়তা। দীর্ঘ সময়ে সুপারম্যানের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু তার ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ একইরকম আছে। ব্যাটম্যানের মতোই সে কাউকে হত্যায় বিশ্বাসী না। সুপারম্যান চাইলেই নিজের ক্ষমতা দিয়ে পৃথিবী শাসনের স্বপ্ন দেখতে পারতো, সব প্রতিদ্বন্দ্বীকে ধুলোয় মিশিয়ে দিতে পারতো। কিন্তু সুপারম্যান একটি ফার্মে দুই জন সাধারণ মানুষের কাছ থেকে কিছু অসাধারণ শিক্ষা পেয়েছে। সে জেনেছে তার ক্ষমতাগুলো সুন্দর। এর মাধ্যমে সে পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবে। ক্রিপ্টোনিয়ান বাবা-মায়ের কাছ থেকে পাওয়া ‘এস’ চিহ্ন সবসময় বুকে ধারণ করে। চিহ্নটির অর্থ আশা।

‘সুপারম্যান’ সিনেমার পোস্টার (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

নতুন ‘সুপারম্যান’ হতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। পরিচালক জেমস গান ডিসি স্টুডিওসের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। জেরি সিগেল ও জো শাস্টারের সৃষ্টি করা এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন তিনি। এক সাক্ষাৎকারে ৫৮ বছর বয়সী এই নির্মাতা বলেন, “আমার কাছে ‘সুপারম্যান’ মূলত আমেরিকার গল্প। এটি একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনো স্থান থেকে এসে নিজের স্থান খুঁজে নিচ্ছে। মূলত গল্পটি আমাদের বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।”

‘সুপারম্যান’ সিনেমার পোস্টার (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

সুপারম্যানকে বরবরই বিভিন্ন সমস্যা মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে দেখা গেছে। এবারের সিনেমায় শুধু অ্যাকশন নয়; বরং মানবিকতা, অভিবাসন, রাজনীতি ও সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্কসহ সিনেমাটিতে অনেক রাজনৈতিক দিক রয়েছে। এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়কে। জেমস গান বলেন, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নিচু মানসিকতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে নতুন ‘সুপারম্যান’ দেখে কারও চেতনা জাগ্রত হলে খুশি হবো।’

‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমার পোস্টার (ছবি: সনি পিকচার্স রিলিজিং)

কারাতে কিড: লিজেন্ডস
আগামী ১১ জুলাই ‘সুপারম্যান’-এর পাশাপাশি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’। সনি পিকচার্স রিলিজিংয়ের পরিবেশনায় গত ৩০ মে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই সিনেমা দারুণ সাড়া জাগিয়েছে। এটি ‘দ্য কারাতে কিড’ ফ্র্যাঞ্চাইজের ষষ্ঠ কিস্তি ও ‘দ্য কারাতে কিড’ (২০১০) ও ‘কোবরা-কাই’ (২০১৮-২০২৫) টিভি সিরিজের পরের গল্প।

জ্যাকি চ্যান ২০১০ সালে ‘দ্য কারাতে কিড’ সিনেমায় মিস্টার হান চরিত্রে অভিনয় করেন। ‘কারাতে কিড: লিজেন্ডস’-এ একই ভূমিকায় ফিরেছেন তিনি। সিনেমাটির গল্পে দেখা যায়, লি ফং নামের এক তরুণ মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে। সেখানে তাকে মার্শাল আর্টে প্রশিক্ষণ দিয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন কুংফু মাস্টার মিস্টার হান। ড্যানিয়েল লারুসোর সঙ্গে হাত মিলিয়ে লি’কে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেন তিনি।

৭১ বছর বয়সী জ্যাকি চ্যান নতুন সিনেমায় নিজের স্টান্টগুলো নিজেই করেছেন। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বেন ওয়াং, জশুয়া জ্যাকসন, স্যাডি স্ট্যানলি, মিং-না ওয়েন, র‌্যালফ মাচ্চিয়ো, আরামিস নাইট। ১ ঘণ্টা ৩৪ মিনিট দৈর্ঘ্যের ‘কারাতে কিড: লিজেন্ডস’-এর বাজেট ৪ কোটি ৫০ লাখ ডলার। এখন পর্যন্ত এটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ৩০ লাখ ডলার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ