ওটিটি
‘নিঃশ্বাস’ আসছে আজ, বেশিরভাগ দৃশ্য এক টেকে ধারণ করা

‘নিঃশ্বাস’ সিনেমায় সৈয়দ জামান শাওন ও সাফা কবির (ছবি: চরকি)
রায়হান রাফী পরিচালিত ওয়েব সিনেমা ‘নিঃশ্বাস’ চরকিতে আজ (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় মুক্তি পাচ্ছে। এর ১ মিনিট ৫৬ সেকেন্ড ব্যাপ্তির শ্বাসরুদ্ধকর ট্রেলারে দেখা যায়, তাসনিয়া ফারিণ একটি হাসপাতালে নিজের শিশুসন্তানকে খুঁজছেন। তার চোখে-মুখে সন্তানকে হারিয়ে ফেলার আতঙ্ক। হাসপাতালে কয়েকটি পরিবার ও কয়েকজন মানুষ বেঁচে থাকার লড়াই করছে। সেখানে মুখোশধারী কিছু উগ্রবাদী বিধ্বংসী হামলার ছক আঁটে। এমন ধ্বংসস্তূপের মাঝে একজন ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধের দুর্গ গড়ে।

‘নিঃশ্বাস’ সিনেমায় তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)
‘নিঃশ্বাস’-এর জন্য তাসনিয়া ফারিণ নিজেকে প্রস্তুত করেছেন ভিন্নভাবে। তার কথায়, ‘আমার ক্যারিয়ারে এরকম কাজ আগে করা হয়নি। প্রথমবার এমন একটা চরিত্রে অভিনয় করেছি যার সঙ্গে বাস্তবে আমার বিন্দুমাত্র মিল নেই। কাজটি করার জন্য আমাকে নতুন অনেক কিছু করতে হয়েছে। লড়াই ও অস্ত্র প্রশিক্ষণসহ শারীরিকভাবে অনেক কিছু শিখতে হয়েছে।’

রায়হান রাফী ও তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)
ফারিণ উল্লেখ করেছেন, গল্পটি ও চরিত্রগুলো খুবই ধূসর। ‘নিঃশ্বাস’-এর বেশিরভাগ দৃশ্য এক টেকে ধারণ করা। এজন্য একেকটি দৃশ্যে অভিনয়ের আগে অনেকবার মহড়া করতে হয়েছে। তার মতে, ‘অনেক ভালো প্রি-প্রোডাকশনের সুবাদে কাজ করাটা সহজ হয়েছে। লাইট, সেট ডিজাইন, ক্যামেরার কাজসহ সব মিলিয়ে দুর্দান্ত টিম ওয়ার্ক।’

‘নিঃশ্বাস’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)
রায়হান রাফী জানান, ‘নিঃশ্বাস’-এর জন্য অনেক বড় একটি সেট বানানো হয়। এতে নবীন-প্রবীণ মিলিয়ে ৫০-৬০ জন কলাকুশলী কাজ করেছেন। ফারিণ ছাড়াও এতে আছেন ইমতিয়াজ বর্ষণ, সাফা কবির, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুনুর রহমান অপু, সোলাইমান খোকা, দিলারা জামান, নীল হুরেরজাহান, অশোক ব্যাপারী, হামিদুর রহমান, কামরুজ্জামান তাপু, ফরহাদ লিমন, ফারজানা ছবি, আনোয়ার হোসেন, পূর্ণিমা বৃষ্টি, মাসুম রেজওয়ান, রুশো শেখ, জন আর্মস্ট্রংসহ একঝাঁক অভিনয়শিল্পী।

‘নিঃশ্বাস’ সিনেমায় সাফা কবির (ছবি: চরকি)
রায়হান রাফী বলেন, ‘‘এটি এখন পর্যন্ত আমার করা সবচেয়ে নিরীক্ষাধর্মী কাজ। আমার সব সিনেমার চেয়ে ‘নিঃশ্বাস’-এর মেকিং, স্টাইল, জনরা সবকিছুই আলাদা।’’
এর আগে চরকিতে মুক্তি পায় রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘খাচার ভিতর অচিন পাখি’ এবং ‘টান’। তার কথায়, ‘চরকি আমার জন্য একটা সিনেমা হল। যারা সিনেমা হলে যেতে পারেন না তারা দেশ-বিদেশ থেকে চরকিতে আমার কাজ দেখেন।’

তাসনিয়া ফারিণ (ছবি-চরকি)
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘চরকি সবসময় ভিন্ন আর নিরীক্ষাধর্মী কাজ উপহার দিতে চায় দর্শককে। তারা দেখলেই বুঝতে পারবে, ‘নিঃশ্বাস’ একেবারে ভিন্ন ধরনের একটি সিনেমা। বর্তমান সময়ে রায়হান রাফী দুর্দান্ত কাজ করছেন। সিনেমার ধরন, গল্প বলার গাঁথুনি সব মিলিয়ে তার কাজ দর্শকরা খুব পছন্দ করে।’’
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											