গান বাজনা
নিজের বিয়ের মঞ্চে নাচলেন-গাইলেন ঐশী

বিয়ের মঞ্চে ফাতেমা তুজ জোহরা ঐশী ও শামসুল আরেফিন জিলানি সাকিব (ছবি: ফেসবুক)
বিয়ে করলেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী। বাগদানের দুই মাস পর শামসুল আরেফিন জিলানি সাকিবের সঙ্গে ঘর বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। গতকাল (২ জুন) রাতে ঢাকার গুলশানে একটি কনভেনশন মিলনায়তনে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের মঞ্চে ফাতেমা তুজ জোহরা ঐশী ও শামসুল আরেফিন জিলানি সাকিব (ছবি: ফেসবুক)
বিয়ের মঞ্চে মাইক্রোফোন হাতে কয়েকটি গান গেয়েছেন ঐশী। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্বামী সাকিব। অনুষ্ঠানে বর-কনের পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন সংগীতাঙ্গনের অনেকে।

বিয়ের মঞ্চে ফাতেমা তুজ জোহরা ঐশী ও শামসুল আরেফিন জিলানি সাকিব (ছবি: ফেসবুক)
বাগদানের দুই মাস পর বিয়ের পিঁড়িতে বসলেন ঐশী। মালাবদলের পর অনুষ্ঠানে বিয়ের খাতায় সই করেছেন নবদম্পতি।

বিয়ের মঞ্চে ফাতেমা তুজ জোহরা ঐশী ও শামসুল আরেফিন জিলানি সাকিব (ছবি: ফেসবুক)
শামসুল আরেফিন জিলানি সাকিব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে চাকরি করছেন।

বিয়ের মঞ্চে ফাতেমা তুজ জোহরা ঐশী ও শামসুল আরেফিন জিলানি সাকিব (ছবি: ফেসবুক)
ঐশী এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হিসেবে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
