গান বাজনা
একই সংকলনে কুমার বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণব

(বাঁ থেকে) বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ ও সায়ান চৌধুরী অর্ণব (ছবি: ইকেএনসি)
স্থপতি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে গাইলেন তিন প্রজন্মের তিন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও সায়ান চৌধুরী অর্ণব। তাদের গানগুলো প্রকাশ হবে ‘যেটা আমাদের নিজের মতোন’ শীর্ষক ৬৩টি মৌলিক গানের সংকলনে। এগুলো তৈরি ও প্রকাশ করছে ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশানস) ও গানশালা।
সংকলনটিতে এর আগে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, সুজিত মোস্তফা, শফি মণ্ডল, নবনীতা চৌধুরী, কোনাল, সভ্যতা, লাবিক কামাল গৌরব, তানভীর আলম সজীব, সুনিধি নায়েক, ফারহিন খান জয়িতা, সাগর দেওয়ানসহ মোট ৫৪ জন কণ্ঠশিল্পী। গানগুলোর সংগীতায়োজন করেছেন ১২ জন তরুণ সংগীত পরিচালক।
ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ৩৫টি গান। এগুলো সমাদৃত হয়েছে শ্রোতামহলে। শুধু বড়দের নয়, শিশুদের কণ্ঠে ‘অ-তে অজগর আসবে কেন তেড়ে’, ‘কোনটা বড়দের’ কিংবা ‘বাঘ বলে মিয়াঁও’-এর মতো গানগুলো প্রশংসিত হয়েছে। সংগীতসংশ্লিষ্টদের মতে, প্রতিটি গানের কথাই চিন্তার দুয়ার খুলে দিচ্ছে সকল বয়সী শ্রোতাদের।
এনামুল করিম নির্ঝর বলেন, ‘এই ৬৩টি গানের মধ্যে ১০ জন শিল্পী খুব জনপ্রিয়, ১০ জন কিছুটা পরিচিত, বাকি ১০ জন্য হয়তো ভালো গান গায় কিন্তু তেমনভাবে পরিচিতি পায়নি। আবার কেউ কেউ শিশুশিল্পী। সবাইকে একত্র করার অর্থ হলো একটি স্মৃতি, অনুপ্রেরণা ও নতুন যোগসূত্র তৈরি করা।’
‘যেটা আমাদের নিজের মতোন’ প্রকাশ হচ্ছে গানশালা–ইকেএনসির ইউটিউব চ্যানেলে। এই প্রকল্পে সিএসআর ফান্ডের সহায়তা নিয়ে গানশালার সাথে আছে স্বনামধন্য সিটি গ্রুপ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
