সিনেমা হল
নীল নদের পর ভেনিসের নতুন রহস্যগল্প বাংলাদেশে

‘অ্যা হন্টিং ইন ভেনিস’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
রহস্য উপন্যাস ও অপরাধমূলক কাহিনির জন্য বিখ্যাত ব্রিটিশ কথাসাহিত্যিক আগাথা ক্রিস্টির জনপ্রিয় একটি চরিত্র বেলজিয়ান গোয়েন্দা এরকুল পোয়ারোঁ। ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আগাথা ক্রিস্টির ৩৩টি উপন্যাস, দুটি নাটক ও ৫১টি ছোটগল্পে পাওয়া গেছে তাকে। জনপ্রিয় এই চরিত্রে তিনটি সিনেমায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা কেনেথ ব্রানা। সবক’টিতে পরিচালকের আসনে বসেছেন তিনিই। এরমধ্যে প্রথমটি ছিলো ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ (২০১৭)।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ডেথ অন দ্য নীল’ সিনেমায় আবার এরকুল পোয়ারোঁর ভূমিকায় বড় পর্দায় হাজির হন কেনেথ ব্রানা। এবার এলো এর সিক্যুয়েল ‘অ্যা হন্টিং ইন ভেনিস’। গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এটি। আগামীকাল (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অতিপ্রাকৃত রহস্যভিত্তিক এই সিনেমা।

‘অ্যা হন্টিং ইন ভেনিস’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
‘ডেথ অন দ্য নীল’ সিনেমায় এরকুল পোয়ারোঁকে প্রথম বিশ্বযুদ্ধে লড়তে দেখা যায়। সেখান থেকে গল্প এসে পড়ে তিরিশের দশকের শেষ ভাগে। পিরামিডের দেশে ঘনিয়ে ওঠে রহস্য। কাহিনির চলন ও বিস্তার গোয়েন্দা গল্পের পরিপ্রেক্ষিতে সরল ও কমবেশি অনুমেয়। তবে প্রথম দৃশ্য থেকেই অসাধারণ চিত্রগ্রহণ ও গ্রাফিক্স পর্দায় চোখ আটকে রাখার মতো। পিরামিডের গা বেয়ে উঠে ঘুড়ি ওড়ানো, বিশালাকার স্ফিংসের সামনে বসে ক্যানভাসে তুলি বোলানো, নীল নদের বুক চিরে চলা প্রমোদতরীর চোখজুড়ানো কিছু দৃশ্যকল্প দর্শকদের মধ্যে মিসরের প্রতি ভালো লাগা তৈরি করে। স্তব্ধতার মধ্যে বলা সংলাপ যে কতখানি অর্থবহ হয়ে উঠতে পারে, তা কয়েকটি দৃশ্যে ফুটে উঠেছে। যুদ্ধের দৃশ্য, সেনা হাসপাতালের সেট পৌঁছে দেয় এক কল্পরাজ্যে।

‘অ্যা হন্টিং ইন ভেনিস’ সিনেমার পোস্টারে মিশেল ইয়ো (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
এবার ‘অ্যা হন্টিং ইন ভেনিস’ সিনেমার গল্পে এরকুল পোয়ারোঁর ওপর একটি হত্যা রহস্য উন্মোচনের দায়িত্ব পড়ে। আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্যাস ‘হ্যালোয়েন পার্টি’ অবলম্বনে সাজানো হয়েছে এটি। এতে কেনেথ ব্রানার পাশাপাশি অভিনয় করেছেন অস্কার জয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, জেমি ডরনান, টিনা ফে, জুড হিল, কেলি রেইলি, কাইল অ্যালেন, ক্যামিল কটিন, আলি খান, এমা লেয়ার্ড, রিকার্ডো স্ক্যামারসিও।

‘অ্যা হন্টিং ইন ভেনিস’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
এরকুল পোয়ারোঁকে নিয়ে কেনেথ ব্রানা অভিনীত ও পরিচালিত তিনটি সিনেমাই সহ-প্রযোজনা করেছেন বিখ্যাত পরিচালক রিডলি স্কট। সবক’টির চিত্রনাট্য লিখেছেন মাইকেল গ্রিন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
