Connect with us

ছবিঘর

নীল শাড়িতে কোন গানের কথা লিখলেন পার্নো

ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র নীল শাড়িতে যেন নীলাঞ্জনা হয়ে ধরা দিলেন! আজ (১৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় নীল শাড়ি পরে তোলা পাঁচটি ছবি পোস্ট করেছেন তিনি। এগুলো দেখে ভক্ত-ফলোয়াররা মন্তব্যের ঘরে মুগ্ধতার কথা জানিয়েছেন।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

নীল শাড়ি পরা ছবি পোস্ট করে পার্নো মিত্র জুড়ে দিয়েছেন ফসিলস ব্যান্ডের রূপম ইসলামের গানের লাইন, ‘নীল রঙ ছিলো ভীষণ প্রিয়।’

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের সিনেমায় প্রথমবার অভিনয় করেন পার্নো মিত্র। ঢালিউডে তার অভিনীত ‘বিলডাকিনি’ মুক্তির অপেক্ষায় আছে। এতে তাকে দেখা যাবে মোশাররফ করিমের বিপরীতে। নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন।

‘বিলডাকিনি’তে বাউলের সন্তান মানিক মাঝি চরিত্রে থাকছেন মোশাররফ করিম। পার্নোর চরিত্রের নাম হানুফা। গল্পে দেখা যাবে, খুনের দায়ে হানুফার স্বামীকে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। এরপর ধর্ষণের শিকার হয় হানুফা। এ কারণে সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাকে। তখন হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি। এর শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

আগামী ১ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে পার্নো মিত্র অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ভোগ’। এতে তার সহশিল্পী অনির্বাণ ভট্টাচার্য। এর মাধ্যমে দুই তারকাই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার কাজ করলেন।

আগামী ১৬ মে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে পার্নো মিত্রের নতুন সিনেমা ‘অঙ্ক কি কঠিন’। এটি পরিচালনা করেছেন সৌরভ পালোধী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ