ঢালিউড
নুসরাত ফারিয়ার ফেরার সুখবর

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এরপর কেটে গেছে ১০ বছর। এর মধ্যে প্রথম তিন বছর টানা জাজ মাল্টিমিডিয়ার একক কিংবা যৌথ প্রযোজনায় কাজ করেছেন তিনি। এরপর আর প্রতিষ্ঠানটির কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। অবশেষে সাত বছর পর জোট বাঁধলেন তারা। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করবেন নুসরাত ফারিয়া। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছেন।
গতকাল (৩ মার্চ) ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘জ্বীন ৩’ সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে নুসরাত ফারিয়া ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এটি হলো ভৌতিক সিরিজ ‘জ্বীন’-এর তৃতীয় কিস্তি। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে থাকছেন সজল নূর।

‘জ্বীন ৩’ সিনেমার ফার্স্টলুক পোস্টার (ছবি: জাজ মাল্টিমিডিয়া)
‘জ্বীন ৩’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গত বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মোনা: জ্বীন ২’ তিনিই পরিচালনা করেন। ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
‘মোনা: জ্বীন ২’ তৈরি হয়েছে মোনা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। ‘জ্বীন ৩’ সিনেমায় দেখানো হবে সুমন নামের এক বালকের বাস্তব গল্প। এখন এর ডাবিং চলছে। চলতি মাসেই সেন্সর সনদের জন্য জমা পড়বে এটি। এতে আরো অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরী, মোস্তফা হিরা, ইকবা, হারুন, মিনু, জেসমিন, ইমরান হাসু, আমিন সরকার, স্বর্ণা ও শাকিব।

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
‘জ্বীন ৩’ সিনেমার গল্প, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন আব্দুল আজিজ। পোস্টারে নিচের অংশে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লোগো রয়েছে। ধারণা করা যায়, বড় পর্দার পর এই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।

আব্দুল আজিজের সঙ্গে নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
কিছুদিন আগেই জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে তার সঙ্গে আবার কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন নুসরাত ফারিয়া। তিনি লিখেছেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর তিনি আমাকে অনেকবার সিনেমার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। ২০২৫ এ আমার সিনেমার ক্যারিয়ার এর ১০ বছর হবে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু তার ভালো কাজ করার আগুন কমেনি। সাত বছর পর আবার আমাদের দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)
জাজ মাল্টিমিডিয়ার একক ও যৌথ প্রযোজনায় নুসরাত ফারিয়ার অন্য সিনেমাগুলো হলো– ‘হিরো ৪২০’ (২০১৬), ‘বাদশা- দ্য ডন’ (২০১৬), ‘প্রেমী ও প্রেমী’ (২০১৭), ‘ধ্যাত তেরি কি’ (২০১৭), ‘বস ২’ (২০১৭) ও ‘ইন্সপেক্টর নটি কে’ (২০১৮)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
