Connect with us

ঢালিউড

‘পরাণ’ প্রযোজকের ‘রঙ বাজার’ আসছে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রঙ বাজার’ সিনেমার পোস্টার (ছবি: লাইভ টেকনোলজিস)

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তির পর ব্লকবাস্টার সাফল্য পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস চার বছর পর ঢালিউডে নতুন কাজ নিয়ে ফিরছে। এবার ‘রঙ বাজার’ প্রযোজনা করেছে এই প্রতিষ্ঠান। ‘পরাণ’ প্রযোজক তামজিদ অতুল এর গল্প ভেবেছেন। এবারও প্রযোজকের দায়িত্ব সামলেছেন তিনি।

‘রঙ বাজার’ পরিচালনা করেছেন রাশিদ পলাশ। গত ১৯ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এনেছেন তিনি।

‘পরাণ’ সিনেমার পোস্টার, (ডানে) তামজিদ অতুল (ছবি: লাইভ টেকনোলজিস)

দেশে একরাতের মধ্যে একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে ‘রঙ বাজার’-এর গল্প। এতে একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর ভূমিকায় তানজিকা আমিন, নাজনীন চুমকি ও শম্পা রেজা আর মাদক কারবারির চরিত্রে থাকছেন মৌসুমী হামিদ। রাজনৈতিক নেতার ভূমিকায় পর্দায় আসবেন লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু।

রাশিদ পলাশ ও গোলাম রাব্বানী (ছবি: ফেসবুক)

গল্পের মূল ভাবনায় তামজিদ অতুল। চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। তিন বছর আগে দৌলতদিয়ায় সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। অবশেষে ২০২৬ সালের ঈদুল ফিতরে ‘রঙ বাজার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে লাইভ টেকনোলজিস। পরিচালক রাশিদ পলাশ এই ঘোষণা দিয়েছেন। শিগগিরই দর্শকদের জন্য উন্মুক্ত হবে এর টিজার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ