ঢালিউড
পরীর বিস্ফোরক সব অভিযোগ, অবশেষে ছেলেকে নিয়ে কথা বললেন রাজ

শরিফুল রাজ ও পরীমণি (ছবি: ফেসবুক)
তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে বইছে উথাল-পাথাল ঢেউ। এ নিয়ে তুমুল আলোচনা ঢালিউডে এবং সোশ্যাল মিডিয়ায়। প্রায় তিন দিন ধরে রাজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বিচ্ছেদের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন পরী। তার বিস্ফোরক সব মন্তব্যের পরও রাজ ছিলেন চুপ। অবশেষে নতুন বছরের প্রথম দিন তার অনুভূতি জানা গেলো। কিন্তু পরীর সঙ্গে মনোমালিন্য নিয়ে কিছুই বলেননি তিনি।
ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে কোলে নিয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘পরাণ’ তারকা শরিফুল রাজ। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রিয় পুত্র, সামনে তোমার দারুণ একটি বছর এবং চমৎকার সময় কাটুক! নতুন বছরে তোমার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করছি। তোমার জন্য আমার মনে সবসময় অফুরান ভালোবাসা থাকবে। তুমি যতই বড় আর তেজী হয়ে যাও না কেন, কখনো আমার ভালোবাসাকে ছেড়ে যেতে পারবে না। নতুন বছরের শুভেচ্ছা।’

শরিফুল রাজ ও শাহীম মুহাম্মদ রাজ্য (ছবি: ফেসবুক)
ঠিক একই সময়ে পরীমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাস দিয়েছেন, ‘একটা সম্পর্কে পুরোপুরি গুরুত্ব দিয়ে বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এতো বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন শত কোটিবার যা ইচ্ছে তাই করলেও সবশেষে ওই যে আমি মানিয়ে নেই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো। আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এতোদিন শুধু আমার প্রচেষ্টায় টিকে ছিলো। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এতো কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম। রাজ এখন শুধু আমার প্রাক্তন’ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে প্রকাশ্যে আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার ওপর তার ও তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা ক্ষতিকর কিছু করার চেষ্টা চালালে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

পরীমণি ও শাহীম মুহাম্মদ রাজ্য (ছবি: ফেসবুক)
পরীমণির আশা, গণমাধ্যমকর্মীরা তার এখনকার মানসিক অবস্থা বুঝতে পারবে। তাই তার আহ্বান, ‘আমাকে একটু সময় দিন। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারলো না, এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে!’
এর আগে ভোরে বিছানায় রক্তের ছিটেফোটা পড়ে থাকা দুটি ছবি শেয়ার করে পরীমণি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামীকাল সংবাদ সম্মেলন।’
তবে পরের স্ট্যাটাসে পরী আভাস দিয়েছেন, সংবাদ সম্মেলনটা আর হচ্ছে না। রাজের সঙ্গে তার সংসার টিকবে নাকি সত্যিই ভেঙে যেতে বসেছে তা পরিষ্কার নয়।

শরিফুল রাজ ও পরীমণি (ছবি: ফেসবুক)
গত ৩০ ডিসেম্বর দিবাগত রাতে পরীমণি থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা জানিয়ে বোমা ফাটানোর মতো কথা লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে জরুরি আর কিছুই নেই।’

শরিফুল রাজ ও পরীমণি (ছবি: ফেসবুক)
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলেকে নিয়ে একই স্ট্যাটাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়েছেন শরিফুল রাজ। গত ২৪ ডিসেম্বরের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আর কোনো স্ট্যাটাস দেননি কিংবা কিছু পোস্ট করেননি তিনি। তবে ২৮ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবনস’ সিনেমার একটি গানের লিংক শেয়ার করেন এই চিত্রনায়ক। আগামী ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শরিফুল রাজ ও পরীমণি (ছবি: ফেসবুক)
২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ ও পরীমণির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। গত বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে তাদের ছেলে রাজ্য জন্মগ্রহণ করে।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											