Connect with us

স্টার জোন

পাভেলের অলরাউন্ড নৈপুণ্যে জিতলো গিগাবাইট টাইটান্স

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়ের পর গিগাবাইট টাইটান্স স্কোয়াড (ছবি: সিনেমাওয়ালা)

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) দ্বিতীয় ম্যাচে অভিনেতা সাইদুর রহমান পাভেলের অলরাউন্ড নৈপুণ্যে জিতলো গিগাবাইট টাইটান্স। পরিচালক তানিম রহমান অংশুর দল জেভিকো কিংসকে ৫ উইকেটে হারিয়েছে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দল। গতকাল (৬ মে) রাতে ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফ্লাডলাইটের আলোয় ছিল এই জমজমাট লড়াই। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জেভিকো কিংসের মেন্টর তানিম রহমান অংশু। নির্ধারিত ১৮ ওভারে তার দল স্কোরবোর্ডে তুলেছে ৭ উইকেটে ১৪৪ রান। চিত্রনায়ক জিয়াউল রোশান সর্বোচ্চ ৩৭ (৩৮) রান করেন। ওপেনার অভিনেতা রাশেদ সীমান্ত ২২ (২৬) আর শেষের দিকে রাতুল ২২ (১১) রান করেন। রুসলান হোসেন ৩৩ (২৩) রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে এসেছে ২০ রান।

গিগাবাইট টাইটান্সের ডানহাতি বোলার সাইদুর রহমান পাভেল চার ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়ে জেভিকো কিংসের সংগ্রহ বড় হতে দেননি। রাজের দলের ডানহাতি মিডিয়াম পেসার নাঈম ফুয়াদ তিন ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন। আল দাউদ চার ওভারে ১৮ রানে ১ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাঁহাতি ব্যাটার অভিনেতা পার্থ শেখ ও ডানহাতি ব্যাটার জাহিদ আশিক উদ্বোধনী জুটিতে ৭৮ রান তুলে গিগাবাইট টাইটান্সকে দারুণ শুরু এনে দেন। পার্থ ৪০ (৩০) ও জাহিদ ৩০ (২১) রান করে আউট হন। সংগীতশিল্পী আরফিন রুমি ১২ (২০) রানে সাজঘরে ফেরেন।

এরপর জেভিকো কিংসের ডিজে জাদুর বলে আরমান কোহলি দুর্দান্ত ক্যাচে উপস্থাপক রাফসান সাবাবকে ফেরালে কিছুটা চাপে পড়ে রাজের দল। কিন্তু সাইদুর রহমান পাভেল ১৭ বলে ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এরমধ্যে ছিল হেলিকপ্টার শটে তিনটি ছয়। অতিরিক্ত থেকে এসেছে ১৯ রান।

জেভিকো কিংসের বোলারদের মধ্যে জিয়াউল রোশান চার ওভারে ৩৭ রানে ২ উইকেট ও ডিজে জাদু ২.১ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। রাতুল রহমান তিন ওভারে ৩৫ রানে ১ উইকেট নেন।

এর আগে মেয়েদের লড়াইয়ে জেভিকো কিংসকে হারিয়েছে গিগাবাইট টাইটান্স। ২ ওভারে জেভিকো কিংস করতে পেরেছে ৪ উইকেটে ৪ রান। জবাবে রাজের দলের মেয়েরা ৩ বলেই ৫ রান করে ১০ উইকেটে জয়ের আনন্দে মেতেছে।

সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
গিগাবাইট টাইটান্স ১৪৬/৫ (১৭.১ ওভার)
জেভিকো কিংস ১৪৪/৭ (১৮ ওভার)
ফল: গিগাবাইট টাইটান্স ৫ উইকেটে জয়ী

সংক্ষিপ্ত স্কোর (নারী)
গিগাবাইট টাইটান্স ৫/০ (০.২ ওভার)
নাঈমা আলম মাহা ১* রান, মালিহা তাহসিন ১* রান

জেভিকো কিংস ৪/৪ (২ ওভার)
মালিহা তাহসিন ২ উইকেট, নাঈমা আলম মাহা ২ উইকেট
ফল: গিগাবাইট টাইটান্স ১০ উইকেটে জয়ী

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ