ঢালিউড
নায়ক পার্থ বড়ুয়ার নতুন সিনেমা ১৮ নভেম্বর

‘মেইড ইন চিটাগং’ সিনেমায় অপর্ণা ঘোষ ও পার্থ বড়ুয়া (ছবি: ফেসবুক)
দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের সংগীতশিল্পী পার্থ বড়ুয়া বড় পর্দায় নায়ক হিসেবে দেখা দেবেন। ‘মেইড ইন চিটাগং’ নামের একটি কমেডি ধাঁচের সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি দেশব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৮ নভেম্বর।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’ সিনেমায় পার্থ বড়ুয়ার বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এর আগে কয়েকটি নাটকে একফ্রেমে দেখা গেছে তাদের।

‘মেইড ইন চিটাগং’ সিনেমায় পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ (ছবি: ফেসবুক)
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পার্থ বড়ুয়ার। এতে সাংবাদিক সাবের হোসেন চরিত্রে দেখা গেছে তাকে।
‘মেইড ইন চিটাগং’ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি সিনেমা এটি। বড় পর্দার জন্য প্রধান চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। তাই মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি।’

‘মেইড ইন চিটাগং’ সিনেমায় পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ (ছবি: ফেসবুক)
‘মেইড ইন চিটাগং’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন ইমরাউল রাফাত। এবার বানালেন সিনেমা। তার আশা, ধারাবাহিকটির মতো এটিও সবার পছন্দ হবে। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেক ধারাবাহিক নাটক তৈরি হলেও এটাই প্রথম সিনেমা।

‘মেইড ইন চিটাগং’ সিনেমার পোস্টার (ছবি: ফেসবুক)
এনামুল কবির সুজন প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, হিন্দোল রায়, অদ্রি অতন্দ্রিলা, পলি চৌধুরী, রাফিউল কাদের রুবেল, প্রিয়া মৌলি, সাইফুল আলম চৌধুরী, ইফরাদ আবেদন, হাসান আজাদসহ অনেকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
