Connect with us

গান বাজনা

পুড়লো চরকি’র অফিস, হাদির জন্য শোক জানিয়ে ছায়ানটের প্রতিক্রিয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ক্ষতিগ্রস্ত ছায়ানট সংস্কৃতি-ভবন (ছবি: ফেসবুক)

দেশের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে আঘাত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট সংস্কৃতি-ভবন ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডে তছনছ। ঢাকার কাওরান বাজারে প্রথম আলো ভবনের তৃতীয় তলায় অবস্থিত চরকি’র অনেকাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ভয়ঙ্কর ধ্বংসলীলায় আতঙ্ক বিরাজ করছে বিনোদন অঙ্গনে। 

গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকার ধানমন্ডিতে প্রয়াত সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন প্রতিষ্ঠিত ছায়ানট সংস্কৃতি-ভবনে অবাধ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষোভকারী। এমন পরিস্থিতিতে সংগীতচর্চার ক্লাসসহ অনির্দিষ্টকালের জন্য সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সাংস্কৃতিক শিক্ষাপ্রতিষ্ঠানটি।

সন্‌জীদা খাতুনের নাতনি সায়ন্তনী তিসা গতকাল (১৯ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত ছায়ানটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এগুলোতে দেখা যায়– ইতস্তত পড়ে আছে ভাঙা হারমোনিয়াম, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র। আগুনে পুড়ে ছাই হয়েছে অন্যান্য বাদ্যযন্ত্র থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাব, সংগৃহীত বহুমূল্য সামগ্রী। সন্‌জীদা খাতুন ও লালন ফকিরের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে।

গতকাল সন্ধ্যায় ফেসবুকে ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন পেজে ন্যাক্কারজনক ঘটনার প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘১৮ তারিখ রাত ১২টার পর ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে একজোট লোক ছায়ানট-সংস্কৃতি ভবনে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর ও লুটতরাজ চালায় ও অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা ছয়তলা ভবনের সকল সিসি ক্যামেরাসহ অধিকাংশ কক্ষ, প্রক্ষালণ কক্ষ ও বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুর করেছে। সার্ভারসহ ছায়ানটের কিছু বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। অন্তত ৭টি ল্যাপটপসহ গোটা চারেক ফোন ও কিছু হার্ড-ডিস্ক লুট করেছে। তাদের ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।’

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত প্রতিক্রিয়ায় উল্লেখ রয়েছে, ‘ছায়ানট একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ছায়ানট কোনো সরকার, বিদেশি সংস্থা বা কর্পোরেট অনুদান গ্রহণ করে না। সুতরাং, ছায়ানট আত্মশক্তিতে বলীয়ান হয়ে এই ক্ষতিপূরণ করবে। সঙ্গীত এবং শিশুদের সাধারণ শিক্ষায় এই সাময়িক বিঘ্নের দ্রুত প্রতিকার করতে বদ্ধপরিকর।’

চরকির অফিস প্রথম আলো ভবনে আগুন (ছবি: ফেসবুক)

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সংগীত-সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট। ছায়ানট সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়তে প্রয়াসী। আমরা ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। কিন্তু ওই সূত্র ধরে ছায়ানট-সংস্কৃতি ভবনে কেনো হামলা সংঘটিত হলো তা মোটেই বোধগম্য নয়। হয়তো, পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছে সংস্কৃতিচর্চার বিরোধী গোষ্ঠী।’

সবশেষে বলা হয়েছে, ‘ছায়ানট এই উপমহাদেশের সর্ববৃহৎ অনানুষ্ঠানিক সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা দেশে ও বিদেশে সমাদৃত। বাংলা গানের চর্চা বিস্তৃতির পশাপাশি স্বাধীনতা সংগ্রামে ছায়ানটের ভূমিকাও সারা বিশ্বে স্বীকৃত। তাই ছায়ানট সংস্কৃতি-ভবনে এই নিন্দনীয় হামলা মাতৃভূমি সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে বিশ্বে। দেশ ও বিদেশ থেকে যে অগনিত শুভাকাঙ্ক্ষী তাঁদের উদ্বেগ ও উৎকণ্ঠা জানিয়েছেন, তাঁদের সকলের কাছে ছায়ানট কৃতজ্ঞ। বাঙালির আবহমান সঙ্গীতসংস্কৃতির সাধনা ও প্রসারের ছায়ানট তার স্থির প্রত্যয় যাত্রায় অবিচল থাকবে।’

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ