বলিউড
প্রথমবার জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ, বিক্রান্ত ম্যাসি ও রানির বাজিমাত

‘জওয়ান’ সিনেমার গানের দৃশ্যে শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)
ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হলেন শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন তিনি। এটাই তার ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার।
শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা হলেন বিক্রান্ত ম্যাসি। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেইল’-এ আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার ভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি জিতেছেন তিনি। আজ (১ আগস্ট) নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ২০২৩ সালের ভারতীয় সিনেমার সেরাদের তালিকা ঘোষণা করা হয়েছে।

‘টুয়েলভথ ফেইল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসি (ছবি: বিনোদ চোপড়া ফিল্মস)
‘জওয়ান’ যৌথভাবে প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান ও গৌরব ভার্মা। এতে বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। কয়েকটি দৃশ্যে তাকে ন্যাড়া মাথায় দেখা গেছে। গল্পে সমাজের কিছু ভুল সংশোধনের বার্তা দিতে নিজের হাতে আইন তুলে নেয় এই ব্যক্তি।
সাগরিকা চক্রবর্তী নামের এক নারীর জীবনের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখার্জি। নিজের সন্তানের জন্য নরওয়ে চাইল্ড সার্ভিসেসের সঙ্গে ২০১১ সাল থেকে দুই বছর লড়াই করেছেন সাগরিকা। মা হিসেবে অযোগ্য অভিযুক্ত হয়েছিলেন তিনি। সেই ঘটনা সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো।সিনেমায় তার সেই হৃদয়ছোঁয়া সংগ্রাম ফুটিয়ে তুলেছেন রানি। সাগরিকার লেখা ‘দ্য জার্নি অব অ্যা মাদার’ গ্রন্থ অবলম্বনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ পরিচালনা করেছেন অসীমা ছিব্বার।

রানি মুখার্জি (ছবি: ইনস্টাগ্রাম)
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয়েছে ‘টুয়েলভ ফেইল’। ধর্মীয় সাম্প্রদায়িকতা ঘিরে বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র জন্য সেরা পরিচালক হয়েছেন বাঙালি নির্মাতা সুদীপ্ত সেন। হিন্দু নারীদের বাধ্য হয়ে ধর্মান্তরিত হওয়ার কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এতে।
সেরা হিন্দি সিনেমার স্বীকৃতি পেয়েছে গুনীত মঙ্গা প্রযোজিত ‘কাঁঠাল’। সেরা বিনোদনমূলক জনপ্রিয় সিনেমা হয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (রণবীর সিং, আলিয়া ভাট)। সেরা সমাজ সচেতনতামূলক সিনেমার স্বীকৃতি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’। ‘জওয়ান’ সিনেমার ‘ছালেয়া’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও।
সেরা বাংলা ভাষার সিনেমা নির্বাচিত হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। বিয়েবিচ্ছেদের পর প্রাক্তন স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হয়, সেটাই তুলে ধরা হয়েছে এতে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস