ওয়ার্ল্ড সিনেমা
প্রথমবার বাবা হলেন রাম চরণ

রামচরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি (ছবি: ইনস্টাগ্রাম)
দক্ষিণী তারকা রাম চরণ প্রথমবার বাবা হলেন। ভারতের হায়দরাবাদে জুবিলি হিলসে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে তার মেয়ের জন্ম হয়েছে। রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি ও তাদের সন্তান উভয়ে সুস্থ আছে। আজ (২০ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে সুখবরটি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল (১৯ জুন) সন্ধ্যায় হায়দ্রাবাদের একটি হাসপাতালে রাম চরণ ও তার স্ত্রীকে দেখা যায়। তখন থেকেই এই দম্পতির সুখবরের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভকাঙ্ক্ষীরা। সেটি পেয়ে রাম চরণকে অভিনন্দনে সিক্ত করার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। রাম চরণের পোস্টের মন্তব্যের ঘরে হৃদয় আকৃতির ইমোজির বন্যা বয়ে গেছে।
Thank you @kaalabhairava7, for creating this tune for us. We are sure this melody will bring happiness and joy to millions of children across the globe.. pic.twitter.com/911bGK4GZz
— Ram Charan (@AlwaysRamCharan) June 19, 2023
রাম চরণ অভিনীত ‘আরআরআর’ সিনেমার অস্কারজয়ী গান ‘নাটু নাটু’র গায়ক কালা ভৈরাবা একটু অন্যভাবে অভিনন্দন জানিয়েছেন। সদ্য ভূমিষ্ট শিশুটির জন্য নতুন একটি সুর করেছেন তিনি। রাম চরণ সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার দিয়েছেন।

রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি (ছবি: ইনস্টাগ্রাম)
২০১২ সালের ১৪ জুন হায়দরাবাদে ভালোবেসে ঘর বাঁধেন রাম চরণ ও উপাসনা কামিনেনি। বিয়ের দশ বছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান। নাতনির জন্মের খবরে বেজায় খুশি দাদা অভিনেতা চিরঞ্জীবি। তাদের পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে।গত ১২ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় রাম চরণ জানান, তিনি বাবা হতে চলেছেন। এরপর হায়দরাবাদ ও দুবাইয়ে দুটি বেবি শাওয়ার অনুষ্ঠান উপভোগ করেছেন এই তারকা ও উপাসনা। এছাড়া অস্কার অনুষ্ঠানকে সামনে রেখে আমেরিকায় ঘুরেছেন তারা।

রামচরণ ও তার স্ত্রী উপাসনা কামিনেনি (ছবি: ইনস্টাগ্রাম)
উপাসনা একজন উদ্যোক্তা। তিনি অ্যাপোলো লাইফের ভাইস-চেয়ারপারসন। গত কয়েক বছর তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিলো কয়েকবার। তবে শেষ পর্যন্ত সেসব হাওয়ায় মিলিয়ে গেছে। অবশেষে মা হলেন তিনি। সেই সঙ্গে শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায়।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
